KKR News: মিচেল স্টার্কের ভাগ্য ফেরালেন অন্য একজন! কেকেআর ফ্যানেরা বলছেন 'লাকি চার্ম'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mithell Starc: যে বিধ্বংসী বোলিংয়ের জন্য ২৪.৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর সেই আশা পূরণ হল এতদিনে। মুম্বইয়ের বিরুদ্ধে আগুনে স্পেল করে দলকে জেতালেন অজি তারকা।
advertisement
1/5

যে বিধ্বংসী বোলিংয়ের জন্য ২৪.৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর সেই আশা পূরণ হল এতদিনে। মুম্বইয়ের বিরুদ্ধে আগুনে স্পেল করে দলকে জেতালেন অজি তারকা। (Photo Courtesy- KKR X)
advertisement
2/5
মরশুমের শুরু থেকেই স্টার্কের বোলিং নিয়ে উঠছিল প্রশ্ন। একের পর এক ম্যাচে অজস্র রান দিয়েছেন বাঁ হাতি স্পিড স্টার। তাঁকে দল থেকে বাদ দেওয়া দাবিও তুলেছিলেন ফ্যানেরা। (Photo Courtesy- KKR X)
advertisement
3/5
মুম্বইয়ের বিরুদ্ধে সেই মিচেল স্টার্কই করলেন ম্যাচ উইনি ওভার। ১৯ তম ওভারে টিম ডেভিড, জেরাল্ড কোয়েতজি, পীযুশ চাওলার উইকেট নিয়ে ম্যাচ ফিনিশ করেন অজি স্পিড স্টার। ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন স্টার্ক। (Photo Courtesy- KKR X)
advertisement
4/5
বৃহস্পতিবার ওয়াংখেড়ের গ্যালারিতে ছিলেন স্ত্রী অ্যালিসা হিলি। আর তা দেখে হিলিকে ‘লাকি চার্ম’ বলতে শুরু করে দিয়েছেন কেকেআর সমর্থকরা। তাঁরা বলছেন যে হিলি যেন রোজ মাঠে আসেন। (Photo Courtesy- KKR X)
advertisement
5/5
কেকেআরের জার্সি পরেই মাঠে বসেছিলেন হিলি। । আর তা দেখে এক নেটিজেন বলেন, 'অসংখ্য ধন্যবাদ অ্যালিসা হিলি। আপনি রোজ-রোজ মাঠে আসুন কুইন।' অপর একজন বলেন,'লাকি চার্ম হয়ে ওঠার জন্য আপনাকে ধন্যবাদ।' (Photo Courtesy- KKR X)