TRENDING:

Cricketer Love Story: লুকিয়েই চলছিল প্রেম পর্ব, কেকেআরের জার্সিতে ঝকমকে পারফরম্যান্সের পরেই ফ্লাইং কিস, সামনে এল তারকা ক্রিকেটারের প্রেম কাহিনী

Last Updated:
IPL 2024: আইপিএলের মধ্যেই জমজমাট প্রেম, শো অফ হল প্রকাশ্যেই
advertisement
1/6
লুকিয়েই চলছিল প্রেম পর্ব, KKR জার্সিতে ঝকমকে হতেই  ফ্লাইং কিস, সামনে এল...
KKR-র সময়টা বেশ ভালই যাচ্ছে৷ আইপিএল ২০২৪-র পরপর দুটো ম্যাচে জয়, তারপর রবিবারের ম্যাচে সিএসকে-র হারের পর পয়েন্ট টেবলে এক নম্বর৷ দলের মেজাজ একেবারে উ-লা-লা৷ দলের ক্রিকেটাররাও সকলেই নিজের দায়িত্ব ভালভাবে পালন করছেন৷ তারমধ্যে কেকেআরের অন্যতম দায়িত্বশীল নাইট ভেঙ্কটেশ আইয়ার৷ যিনি  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিরুদ্ধে ঝক্কাস পারফরম্যান্স করেন এবং দল হোস্ট টিমকে ৭ উইকেটে পরাজিত করেছিল।
advertisement
2/6
এবারের আইপিএলে কেকেআরের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ছন্দের ছাপ দেখিয়েছেন সেই ধারা যদি বজায় রাখতে পারেন তাহলে এ মরশুমে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন তিনি৷
advertisement
3/6
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
advertisement
4/6
ভেঙ্কটেশ আইয়ার জাতীয় দলের জার্সিতে খেললেও গত ২ বছর ধরে দলে জায়গা পাননি৷ এদিকে চুপচাপ স্বভাবের বেঙ্কটেশ আইয়ার নিজের প্রেম জীবনকে সকলের সামনে আনলেন মাঠেই৷
advertisement
5/6
আরসিবি-র বিরুদ্ধে পঞ্চাশ  করার পরে, ভেঙ্কটেশ তাঁর  মাইলফলককে মনে রাখার জন্য একটি চুম্বন ছুঁড়েছিলেন। পরে জানা যায় এই ফ্লাইং কিস ছিল তাঁর বাগদত্তার জন্য৷  তিনি জানান তাঁর প্রেমিকা শ্রুতি সেদিন আরসিবি বনাম কেকেআর ম্যাচে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং চুম্বনটি তাঁর জন্য ছিল।
advertisement
6/6
তবে  শ্রুতি ও বেঙ্কটেশ আইয়ারের প্রেমের মাখোমাখো গল্পটা অবশ্য এখনও সযত্নে আড়াল করে রেখছেন দু'পক্ষই৷  ফলে   সম্পর্কে খুব বেশি তথ্য নেই এমনকি কীভাবে তিনি ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাও এখনও ধোঁয়াশা৷ শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিং) করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Cricketer Love Story: লুকিয়েই চলছিল প্রেম পর্ব, কেকেআরের জার্সিতে ঝকমকে পারফরম্যান্সের পরেই ফ্লাইং কিস, সামনে এল তারকা ক্রিকেটারের প্রেম কাহিনী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল