TRENDING:

Rinku Singh Salary: বাড়ার বদলে কমেছে বেতন, ৫৫ লক্ষ টাকাতেই খেলেছেন IPL, আর তার চেয়ে কম রান করা ক্রিকেটারের আয় নাকি ১৪ কোটি টাকা

Last Updated:
Rinku Singh Salary: আইপিএল ২০২৩-এ রান করার ক্ষেত্রে রিঙ্কু শুধু ইশান কিষাণের থেকেই এগিয়ে ছিলেন না। তিনি জেস বাটলার (১০ কোটি), নীতিশ রাণা (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং হেনরিখ ক্লাসেন-র (৫.২৫ কোটি) থেকেও এগিয়ে ছিলেন।
advertisement
1/10
বাড়ার বদলে কমেছে বেতন, ৫৫ লক্ষতে খেলেছেন IPL,কম রান করা ক্রিকেটারের আয় ১৪ কোটি
:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত দারুণ পারফর্ম করেছেন রিঙ্কু সিং। দুই ম্যাচেই একদম শেষে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিঙ্কু। টিম ইন্ডিয়াও দুই ম্যাচেই জয় পেয়েছে। রিঙ্কুর থেকে ফের ভাল পারফরম্যান্স আশা করছে ওয়াকিবহাল মহল। ২০ তম ওভারে টানা ৫ বলে ৫টি ছক্কা মেরে আইপিএল ২০২৩-এ লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন৷ আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে জায়গা পান তিনি।
advertisement
2/10
আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে রিঙ্কু কত বেতন পান তা নিয়ে সবসময়েই প্রশ্ন ঘোরে ফ্যানদের মধ্যে, সেই বেতন জানলে নিশ্চিতভাবে চমকে যাবেন৷
advertisement
3/10
রিঙ্কু সিং ঝড়ের গতিতে রান তোলার জন্য বিখ্যাত। ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামে এখন তাঁকে চাইত।  বর্তমানে তিনি আইপিএল থেকে প্রতি মরশুমে বেতন পান মাত্র ৫৫ লক্ষ টাকা৷  ২০২১ সালে তাঁর মাইনে ছিল ৮০ লক্ষ টাকা। কিন্তু ২০২১ সালের নিলামে কেকেআর তাকে মাত্র ৫৫ লক্ষ টাকায় কিনে নেয়। ফলে তার মানে গত তিন বছরে তাঁর বেতন বাড়ার বদলে  কমে গেছে।
advertisement
4/10
আইপিএল ২০২৩ -এ ২৬ বছরের  রিঙ্কু সিং ১৪  ইনিংসে ৫৯ গড়ে ৪৭৪ রান করেছেন। করেছেন ৪টি হাফ সেঞ্চুরি। ৬৭ রানে অপরাজিত থাকা  তাঁর সেরা পারফরম্যান্স। তাঁরই মতো অন্য এক ফ্রাঞ্চাইজিতে খেলা তরুণ ক্রিকেটার ইশান কিষাণ কয়েক গুণ বেশি টাকা পান তাঁর থেকে ৷  মুম্বই ইন্ডিয়ান্সে ইশান কিষাণ ১৫.২৫ কোটি টাকা। তিনি গত মরশুমে ৪৫৪ রান করেছিলেন, অর্থাৎ  রিঙ্কুর থেকে ২০ রান কম করেছিলেন৷
advertisement
5/10
আইপিএল ২০২৩-এ রান করার ক্ষেত্রে রিঙ্কু শুধু ইশান কিষাণের থেকেই এগিয়ে ছিলেন না। তিনি জেস বাটলার (১০ কোটি), নীতিশ রাণা (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং হেনরিখ ক্লাসেন-র (৫.২৫ কোটি) থেকেও এগিয়ে ছিলেন।
advertisement
6/10
৪ মরশুমে মাত্র ১০টি ম্যাচবাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিংকে ২০১৭ তে পঞ্জাব কিংস ১০ লক্ষ টাকায় কিনেছিল। যদিও খেলার সুযোগ পাননি তিনি। এর পরে, তিনি ২০১৮ তে কলকাতা নাইট রাইডার্সে আসেন। ২০১৮ তে কেকেআর তাকে ৮০ লক্ষ টাকায় কিনেছিল। আইপিএলের প্রথম ৪ মরশুমে তিনি মাত্র  ১০ ম্যাচ খেলেন।
advertisement
7/10
২০১৭ তে তিনি একটি ম্যাচেও খেলেননি। ২০১৮ সালে ৪ ম্যাচে ২৯ রান, ২০১৯ সালে ৫ ম্যাচে ৩৭ রান করেছিলেন, ২০২০ সালে একটি ম্যাচে ১১ রান। ২০২১ সালে, তিনি ইনজুরির কারণে একটি ম্যাচও খেলতে পারেননি। আইপিএল ২০২২-র আগে কেকেআর রিঙ্কুকে ছেড়ে দিয়েছিল।
advertisement
8/10
নিলামে কম টাকা পানআইপিএল ২০২২-র নিলামে, রিঙ্কু সিংকে আবারও কেকেআর ৫৫ লক্ষ টাকা কিনেছিল। এর আগে, ২০১৮ থেকে ২০২১ এর মধ্যে, তিনি প্রতি মরশুমে ৮০ লক্ষ টাকা পেয়েছিলেন। ২০২২ সালে, রিঙ্কু ৭ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তিনি ৩৫ গড়ে ১৭৪ রান করেন। ৪২ রানে অপরাজিত ছিলেন সেরা পারফরম্যান্স।
advertisement
9/10
অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত আইপিএলে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ২০২৩ সালের আইপিএল রিঙ্কু কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়৷ দলের হয়ে ১৪টি ম্যাচেই খেলার সুযোগ পান তিনি। এই সময়ে রিঙ্কু ৪টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৭৪ রান করেন। গড় ছিল ৫৯। এই সময়ে তিনি মারেন ৩১ চার ও ২৯ ছক্কা।
advertisement
10/10
আইপিএল ২০২৩-এ কেকেআরের পারফরম্যান্সের  এরপর, তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ রিঙ্কু সিংয়ের সেই দলে সুযোগ পাওয়ার চান্স খুব বেশি। টি টোয়েন্টিতে রিঙ্কু ১০৩ ম্যাচ ৯২ ইনিংসে ৩৫ গড়ে ২১৫২ রান করেছেন। রয়েছে ১৩টি হাফ সেঞ্চুরি। তবে টি টোয়েন্টিতে শতরান এখনও নেই তাঁর ব্যাট থেকে৷  স্ট্রাইক রেট ১৪৭। ১০২ টি ছক্কা মেরেছেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh Salary: বাড়ার বদলে কমেছে বেতন, ৫৫ লক্ষ টাকাতেই খেলেছেন IPL, আর তার চেয়ে কম রান করা ক্রিকেটারের আয় নাকি ১৪ কোটি টাকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল