IPL 2024 KKR Player: সর্বনাশ! KKR-এর জয়ের নায়ক পেল বড় শাস্তি! চরম ক্ষুব্ধ গাভাসকারও! কী ঘটল রাতের ইডেনে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IPL 2024 KKR Player: ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে।
advertisement
1/10

কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
advertisement
2/10
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
advertisement
3/10
ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।
advertisement
4/10
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
advertisement
5/10
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
advertisement
6/10
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
advertisement
7/10
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
advertisement
8/10
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
advertisement
9/10
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
advertisement
10/10
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।