KKR News: এই রেকর্ড আইপিএল ইতিহাসে কারও নেই, যা করে দেখালেন কেকেআরের সুনীল নারিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Star Sunil Narine Create A Unique Record: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করে হারলেও স্মরণীয় ইনিংস খেলেন সুনীল নারিন। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা।
advertisement
1/6

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করে হারলেও স্মরণীয় ইনিংস খেলেন সুনীল নারিন। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা।
advertisement
2/6
৫৬ বলে ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন সুনীল নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো নারিনের ইনিংস। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারিন।
advertisement
3/6
নিজের আইপিএল কেরিয়ারে প্রথম ও কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করলেন সুনীল নারিন। নাম লেখালেন ব্র্যান্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারদের তালিকায়।
advertisement
4/6
একইসঙ্গে সুনীল নারিন আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়লেন যা কোনও ক্রিকেটারের নেই। ব্যাট-বলে-ফিল্ডিংয়ে অবদান রেখে এই নজির গড়েন নারিন।
advertisement
5/6
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন সুনীল নারিন যিনি কোনও একটি আইপিএল ম্যাচ ব্যাটে হাতে সেঞ্চুরি গড়েছেন, বল হাতে উইকেট নিয়েছেন ও ফিল্ডিংয়ে ক্যাচও ধরেছেন।
advertisement
6/6
শতরান করার পাশাপাশি ২টি উইকেট নেন সুনীল নারিন। এছাড়া সঞ্জু স্যামসনের ক্য়াচও ধরেন ক্যারিবিয়ান তারকা। আগাগী দিনেও নারিনের কাছ থেকে এমনই পারফরম্যান্স দেখতে চান কেকেআর ফ্যানেরা।