MS Dhoni: ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল এমএস ধোনি? ফাঁস হল গোপন তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
advertisement
1/5

আইপিএল ২০২৪-এ নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি। আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মাহিকে।
advertisement
2/5
আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
advertisement
3/5
এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন, ক্রিকেট ছাড়া আরও একটি জিনিসের মারাত্মক নেশা রয়েছে ধোনির। আর তা হল অনলাইন গেম খেলার নেশা। ‘PUBG’ খেলতে খুবই পছন্দ করেন ধোনি।
advertisement
4/5
দীপক চাহার বলেছেন, এমএস ধোনিও এই গেমটির জন্য পাগল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ সময় কাটানো দীপক চাহার বলেছেন যে লকডাউনের সময় তাঁরা এক সঙ্গে প্রচুর PUBG খেলেছিলেন।
advertisement
5/5
এমএস ধোনি এই খেলাটির জন্য পাগল বলেও জানিয়েছেন দীপক চাহার। অবসর সময় পেলেই ধোনি অনলাইন গেম খেলেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস পেসার।