IPL 2024: টসের জন্য আলাদা অনুশীলন করছেন আইপিএল অধিনায়ক, ব্যাপারটা কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024: ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই টস হেরেছেন তিনি। চাপে পড়ে বাধ্য হয়ে এখন অনুশীলনে আলাদা করে টস অনুশীলন করছেন তারকা ক্রিকেটার।
advertisement
1/5

এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
advertisement
2/5
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
advertisement
3/5
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
advertisement
4/5
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
advertisement
5/5
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"