IPL 2024 Auction: আইপিএল নিলামে কাদের জন্য হল টাকার বৃষ্টি! রেকর্ড তৈরি করল ২ অজি তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
6 Players Get Huge Money in IPL 2024 Auction: দুবাইতে জমজমাট আইপিএল নিলাম। তৈরি হল রেকর্ড। বিশেষ করে বিদেশী ক্রিকেটারদের জন্য টাকা ওড়াল ফ্র্যাঞ্চাইজিগুলি। এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪ নিলামে কোন কোন ক্রিকেটারদের জন্য হল টাকার বৃষ্টির
advertisement
1/7

দুবাইতে জমজমাট আইপিএল নিলাম। তৈরি হল রেকর্ড। বিশেষ করে বিদেশী ক্রিকেটারদের জন্য টাকা ওড়াল ফ্র্যাঞ্চাইজিগুলি। এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪ নিলামে কোন কোন ক্রিকেটারদের জন্য হল টাকার বৃষ্টি।
advertisement
2/7
২৪.৭৫ কোটিতে অস্ট্রেলিার বিশ্বকাপ জয়ী অজি তারকা মিচেল স্টার্ককে দলে নিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন অজি তারকা।
advertisement
3/7
২০.৫০ কোটিতে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্লেয়ার হলেন কামিন্স।
advertisement
4/7
আইপিএল নিলামে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল যে ভাল দর পাবেন তা আগে থেকেই ধারণা ছিল। ১৪ কোটি টাকায় কিউই তারকাকে দলে নিল সিএসকে।
advertisement
5/7
হার্ষল প্যাটেলতে রিলিজ করেছিল আরসিবি। এবার তাঁর জন্য নিলামে ঝাপায় পঞ্জাব কিংস। ১১.৭৫ কোটি টাকায় তাকে দলে নিল প্রীতি জিন্টার দল।
advertisement
6/7
গতবার পর্যন্ত গুজরাত টাইটান্সে খেলেছিল আলজারি জোসেফ। এবার তাঁকে রিলিজ করা হয়। নিলামে ১১.৫০ কোটিতে ক্যারিবিয়ান পেসারকে নিল আসরিবি।
advertisement
7/7
বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে ভারতের স্বপ্ন ভঙ্গ করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। আইপিএল নিলামে ৬.৮০ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিল এসআরএইচ।