IPL 2024 Auction: আইপিএল নিলামে কেকেআরের নজরে ৩ বাংলার ক্রিকেটার! একজনকে নিয়ে হতে পারে জোর লড়াই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR May Bid For 3 Bengal Cricketers in IPL 2024 Auction: গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটার। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। সূত্রের খবর, এবার ফেল নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। তালিকায় রয়েছে ৩ ক্রিকেটারের নাম।
advertisement
1/6

১৯ তারিখ আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের আইপিএল নিলামে নামার জন্য নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও।
advertisement
2/6
গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩৭.২ কোটি টাকা পার্সে নিয়ে নিলামে নামছে নাইটরা।
advertisement
3/6
গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটার। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। সূত্রের খবর, এবার ফেল নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। তালিকায় রয়েছে ৩ ক্রিকেটারের নাম।
advertisement
4/6
কেকেআর র্যাডারে যে বাংলার ক্রিকেটার প্রথম রয়েছেন তিনি হলেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলা ও ভারতীয় ও দলের হয়ে খেলছেন। স্ট্য়ান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাডারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।
advertisement
5/6
বাংলার পেসার ঈশান পোড়েলও রয়েছে কেকেআর র্যাডারে। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। ঈশান।
advertisement
6/6
আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। শুধু কেকেআর নয়, অন্য কোনও দল ঝাপাতে পারে শামির ভাইকে দলে নেওয়ার জন্য।