TRENDING:

IPL 2024 Auction: দল বদলের বাজারে বড় চমক কেকেআরের, বাদের খাতায় ৩ মহাতারকা! নাইটদের ভাগ্য ফেরাতে তৎপর গম্ভীর

Last Updated:
IPL 2024 Auction KKR May Release 3 World Cup Players: দল বদলের বাজারে বড় চমক কেকেআরের, বাদের খাতায় ৩ মহাতারকা! নাইটদের ভাগ্য ফেরাতে তৎপর গম্ভীর
advertisement
1/6
Kolkata Knight Riders: দল বদলের বাজারে বড় চমক কেকেআরের, বাদের খাতায় ৩ মহাতারকা!
বিশ্বকাপ শেষ হতেই আইপিএল নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিতে কোমড় বেঁধে ময়দানে নেমে পরেছে। পিছিয়ে নেই কেকেআরও। ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে দলে এনে চমক দিয়েছে নাইটরা।
advertisement
2/6
দুবারের আইপিএল জয়ী অধিনায়ক মেন্টর হিসেবে দলে ফিরতেই নতুন করে দল সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমনকী দল বদলের বাজারে বড় চমক দিতে পারে কেকেআর এমনটাও খবর শোনা যাচ্ছে।
advertisement
3/6
প্রথমে মনে করা হয়েছিল আন্দ্রে রাসেলকেই ছেড়ে দিতে পারে কেকেআর। কারণ বিগত দুই মরশুমে রাসেলের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। তবে শেষ পর্যন্ত দলের দীর্ঘ দিনের ম্যাচ উইনারের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
advertisement
4/6
তবে কেকেআর দলের ৩ বিশ্বকাপারকে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে। তারমধ্য়ে একজন ভারতীয়। তিনি হলেন শার্দুল ঠাকুর। গত মরসুমে ১০.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল শার্দূলকে। ১১ ম্যাচে তাঁর মোট রান ছিল ১১৩। বল হাতে ৯ ম্যাচে পেয়েছিলেন সাত উইকেট। শার্দুলকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নাইটরা।
advertisement
5/6
অপর দুই ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদি। গত বছরই নেওয়া হয়েছিল ফার্গুসনকে। তিনটি ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি দু’টি ম্যাচ খেলে ওভার প্রতি ১৩ রান দিয়েছিলেন।
advertisement
6/6
২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে দুবার আইপিএল জিতেছিল কেকেআর। তারপর শুধুই ব্যর্থতা। ২০২৪ আইপিএলের আগে দলের পেস বোলিং অ্যাটাককে ঢেলে সাজানো লক্ষ্য় নাইটদের। গম্ভীরের হাত ধরে ফের কেকেআরের ট্রফি ভাগ্য় ফেরে কিনা এখন সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 Auction: দল বদলের বাজারে বড় চমক কেকেআরের, বাদের খাতায় ৩ মহাতারকা! নাইটদের ভাগ্য ফেরাতে তৎপর গম্ভীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল