IPL 2024 Auction: রাত পোহালেই মেগা অকশন, শেষবেলায় অঙ্ক কষে কোন কোন মাছ ছিপে গাঁথতে চাইছেন গৌতম গম্ভীররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Auction: আইপিএলের মেগা অকশনের দল তুলে নেওয়ার ব্লু প্রিন্ট রেডি, শেষ মুহূর্তের ভাবনাচিন্তা কেকেআরের হাতে...
advertisement
1/8

: IPL 2024 Auction কলকাতা নাইট রাইডার্স (KKR): কলকাতা নাইট রাইডার্স (KKR) একেবারে রেডি লাফিয়ে ঝাঁপিয়ে নতুন ক্রিকেটার কেনার জন্য৷ IPL 2024 নিলাম টেবলে গৌতম গম্ভীর এন্ড কোং যখন যাচ্ছেন তখন তারাই এমন দল যাঁদের কাছে সবচেয়ে বেশি সংখ্যক স্লট ফাঁকা আছে৷ শাহরুখ খানের দল ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল৷ এবার সেই দুই মরশুমের অধিনায়ক, গৌতম গম্ভীর- একজন পরামর্শদাতা হিসাবে দলে ফিরে এসেছেন৷
advertisement
2/8
প্লেয়ার হিসেবে যাদের ধরে রাখল কেকেআর- রিঙ্কু সিং (Rinku Singh) -৫৫ লক্ষ টাকা, বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৮ কোটি টাকা, ভেঙ্কটেশ্বর আইয়ার (Venkatesh Iyer) -৮ কোটি, নীতিশ রাণা (Nitish Rana) (সহ অধিনায়ক) ৮ কোটি টাকা, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (অধিনায়ক)- ১২.২৫ কোটি টাকা,জেসন রয় (Jason Roy) ২.৮ কোটি টাকা, সুনীল নারিন (Sunil Narine) ৬ কোটি টাকা, রাহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) ৫০ লক্ষ টাকা,সুয়েশ শর্মা (Suyash Sharma) -২০ লক্ষ টাকা, অনুকূল রয় (Anukul Roy) -২০ লক্ষ টাকা, আন্দ্রে রাসেল (Andre Russell) -১২ কোটি টাকা, হর্ষিত রানা (Harshit Rana)- ২০ লক্ষ টাকা, বৈভব অরোরা (Vaibhav Arora) ৬০ লক্ষ টাকা৷
advertisement
3/8
কেকেআর যে প্লেয়ারদের ছেড়ে দিয়েছে তাঁরা হলেন- লিটন দাস, শাকিব আল হাসান, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, নারায়ণ জগদেশন, মনদীপ সিং, আর্য দেশাই, ডেভিড উইজ, কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব, টিম সাউদি এবং জনসন চার্লস।
advertisement
4/8
KKR এই আইপিএল নিলামে ৩২.৭ কোটি টাকার পার্স এবং ১২টি স্লট (৪জন বিদেশি) কিনে নিতে হবে৷ তবে এইবছরের মিনি নিলামের পাশাপাশি কেকেআরকে এও মাথায় রাখতে হবে আগামী বছরটি মেগা-নিলাম আয়োজিত হবে৷ কেকেআর নিজেদের বিশাল পার্স নিয়ে শক্তিশালী ও ফ্লেক্সিবেল প্লেয়ার তুলে নিতে টেবল কাঁপাবে৷ তাঁদের টার্গেটে থাকবেন রাচিন রবীন্দ্র, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের মতো বিদেশিরা৷
advertisement
5/8
১. প্যাট কামিন্স: প্রাক্তন 'নাইট'কে কেকেআর-নিলামের আগের দিন কেকেআর সবচেয়ে বেশি টার্গেট করবে। কারণ প্যাট কামিন্সকে কিনে দলে অনেক বেশি স্থিতিশীলতা আনবে, বোলিং, ব্যাটিং এবং এমনকি নেতৃত্বদানের ক্ষমতাও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের বাজার গরম করে দিয়েছে৷
advertisement
6/8
২. রাচিন রবিন্দ্র: রচিন সম্ভবত এমন প্লেয়ার যার জন্য বিডিং টেবলে সর্বোচ্চ দর উঠতে পারে৷ রাচিনের ব্যাটিং ক্যাপেবিলিটি যে কোনও অর্ডারে স্থিতিশীলতা দেবে দলকে, বলের হাতেও তিনি দারুণ এবং মাঠে ফ্লিডিংয়ের ক্ষেত্রেও ইলেকট্রিফাইং তাঁর ক্যাপেবিলিটি৷
advertisement
7/8
৩. ট্র্যাভিস হেড: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ফাইনাল উভয় ক্ষেত্রেই ম্যান অফ দ্য ম্যাচ, কেকেআরের জন্য উপযুক্ত হবে এবং রাহমানুল্লাহ গুরবাজের ওপর নির্ভর করবে৷ কারণ তিনি ভারতীয় কন্ডিশনে খেলার ক্ষমতা এবং সক্ষম। কৌশলী আর্ম বল বোলিং করেন, এবং কেকেআর ইডেন গার্ডেন্সে ৭টি ম্যাচ খেলবে, হেড তাঁদের পছন্দের তালিকায় থাকবে৷
advertisement
8/8
৪.মিচেল স্টার্ক: কেকেআরের সবচেয়ে বেশি অভাব রয়েছে তা হল তাঁদের বিদেশি পেস বোলার এবং যদি তাঁরা মিচেল স্টার্ককে তুলে নিতে হবে৷ কেকেআরের স্পিন বিভাগটি এমনিতেই ভাল তাঁরা যদি স্টার্কের মতো ক্যালিবার কাউকে পায় তাহলে দল চমৎকার হয়ে যাবে৷