TRENDING:

How Much BCCI Earn Per Match From IPL: আইপিএলে প্রতি ম্যাচ ও প্রতি ওভার থেকে বিসিসিআই কত টাতা আয় করে জানেন? কল্পনাও করতে পারবেন না

Last Updated:
IPL 2024 Auction How Much BCCI Earn Per Match From IPL: আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ, একটি ওভার, প্রতি বল থেকে বিসিসিআইয়ের কত টাকা রোজগার হয় তা জানলে চক্ষু চড়ক গাছ হবে।
advertisement
1/8
IPL 2024: আইপিএলে প্রতি ম্যাচ-প্রতি ওভার থেকে বিসিসিআই কত টাতা আয় করে?
আগামি ১৯ ডিসেম্বর আইপিএল ২০২৪-এর মিনি নিলাম বসতে চলেছে দুবাইতে। এই প্রথমবার দেশের বাইরে বসতে চলেছে কোটিপতি লিগের নিলাম। প্লেয়ার পিছু ফের উড়তে চলেছে কোটি কোটি টাকা।
advertisement
2/8
আইপিএলকে ভারতের কোটিপতি লিগ বলে থাকেন অনেকেই। এর পেছনে যথার্থ কারণও রয়েছে। কারণ আইপিএল রাতারাতি অনেক অজানা ক্রিকেটারকে কোটপতি বানিয়েছে।
advertisement
3/8
তবে শুধু ক্রিকেটাররা নয়, আইপিএলের দৌলতে আর্থিক প্রতিপত্তি আকাশ ছোঁয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই।
advertisement
4/8
তবে ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে বিশ্বের ধনীতম বোর্ড ছিল ইংল্যান্ডের। কিন্তু আইপিএল শুরু হওয়ার পাল্টে যায় চিত্রটা। এখন বিশ্ব ক্রিকেটের চালিকা শক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
5/8
৮ দল নিয়ে প্রতিযোগিতা শুরু হলেও বর্তমানে আইপিএলের দল সংখ্যা ১০। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ থেকে বিসিসিআইয়ের কত টাকা রোজগার হয় তা জানলে চক্ষু চড়ক গাছ হবে।
advertisement
6/8
২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের মিডিয়া রাইটস বিক্রি করে বিসিসিআই রোজগার করেছেন মোট ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা। এছাড়াও আরও অনেক আয়ের উৎস রয়েছে।
advertisement
7/8
তবে শুধু মিডিয়া রাইটস ধরলে বিসিসিআই আইপিএলের প্রতি ম্যাচ থেকে ১১৮ কোটি টাকা আয় করে। অর্থাৎ ওভার পিছু ২.৯৫ কোটি ও প্রতি বল পিছু প্রায় ৪৯ লক্ষ্য টাকা আয় বিসিসিআইয়ের।
advertisement
8/8
তবে এই পরিমাণ এখানেই সীমাবদ্ধ থাকবে না। প্রতিবছর এই আয়ের পরিমাণ বেড়েই চলেছে বিসিসিআইয়ের। শুধু মাত্র আইপিএলে আয় থেকেই সারা বছর ঘরোয়া ক্রিকেট সহ নানা ব্যয় বহন করা হয়। অর্থ ও প্রতিভা দুইয়েরই জোগান দিচ্ছে আইপিএল।
বাংলা খবর/ছবি/খেলা/
How Much BCCI Earn Per Match From IPL: আইপিএলে প্রতি ম্যাচ ও প্রতি ওভার থেকে বিসিসিআই কত টাতা আয় করে জানেন? কল্পনাও করতে পারবেন না
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল