Full Retained List Of IPL 10 Teams:আইপিএলের ১০ দল ধরে রাখল কোন প্লেয়ারদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 10 Teams Retained Players Full List: আইপিলেরর ১০টি দল ৮৯ ক্রিকেটারকে রিলিজ করেছে। এছাড়া কাদের ধরে রাখল দলগুলি দেখে নিন সেই তালিকা।
advertisement
1/11

২০২৪ আইপিএল মিনি নিলামের আগে ২৬ নভেম্বর ছিল শেষ দিন প্রতিটি দলের রিটেইন ও রিলিজ লিস্ট জমা দেওয়ার জন্য। আইপিলেরর ১০টি দল ৮৯ ক্রিকেটারকে রিলিজ করেছে। এছাড়া কাদের ধরে রাখল দলগুলি দেখে নিন সেই তালিকা।
advertisement
2/11
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
advertisement
3/11
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফ। এছাড়া ট্রেড উইন্ডোতে রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে মুম্বই।
advertisement
4/11
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গরগেকর, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানা।
advertisement
5/11
আরসিবি: ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্য়াক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উিল জ্যাকস, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভান্দাগে, বিজয়কুমার বৈশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা ও রাজন কুমার। এছাড়া মায়াঙ্ক ডাগরকে ট্রেড উইন্ডোতে নিয়েছে আরসিবি।
advertisement
6/11
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল ও মোহিত শর্মা।
advertisement
7/11
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, যশ ধুল, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
advertisement
8/11
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল, কুইন্টন ডি'কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ের্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খান। ট্রেড উইন্ডো দেবদূত পাড়িক্কলকে দলে নিয়েছে এলএসজি।
advertisement
9/11
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুদবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পা। আবেশ খানকে ট্রেড উইন্ডোতে নিয়েছে রাজস্থান।
advertisement
10/11
পঞ্জব কিংস: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর সিং, শিবম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাদা ও ন্যাথন এলিস।
advertisement
11/11
সানরাইজার্স হায়দরাবাদ: আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, এনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক ও ফজলহক ফারুকি। শাহবাজ আহমেদকে ট্রেড উইন্ডোতে নিয়েছে এসআরএইচ।