IPL 2024 Auction: কোন কোন বোলার হলেন নিষিদ্ধ, নাটক চরমে, বাদ উঠতি তারকার নাম, প্রাক্তন KKR-র নাম গেল কাটা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Auction: নিলামের আগে নাম বেরোল, তাতে নিলামে থাকা প্লেয়ারের নামও, কাণ্ডটা আসলে কী...
advertisement
1/7

: মণীষ পান্ডে ভারতীয় দলের হয়েও খেলেছেন৷ কেকেআরের এক সময়ের বিশ্বস্ত অস্ত্র, হঠাৎ করেই আইপিএল নিলামের আগে তাঁর বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে দিল বিসিসিআই৷
advertisement
2/7
বিসিসিআইয়ের মতে মণীষ পান্ডের বোলিং অ্যাকশন নিয়ে রীতিমতো প্রশ্ন আছে৷ তাই এই মুহূর্তে তিনি ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনও দলের জার্সিতেই বল করতে পারবেন না৷
advertisement
3/7
এদিকে শুধু মণীষ পান্ডেই নয় বোর্ড নিজের সাম্প্রতিকতম লিস্টে মোট ৬ জন বোলারের বোলিং অ্যাকশনকে স্ক্যানারের তলায় এনে আর তাঁদের পাশ করাতে পারেনি৷
advertisement
4/7
এদিনের তালিকায় প্রথমে নাম ছিল চেতন শাকারিয়ার৷ তা নিয়ে প্রচুর তোলপাড় শুরু৷ কারণ তিনি ১৯ টি আইপিএল ম্যাচ খেলেছেন এহং জাতীয় দলের হয়েও একটি একদিনের ম্যাচ ও দুটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন৷
advertisement
5/7
প্রাথমিকভাবে শাকারিয়ার সঙ্গে কথা বলা হলেও তিনি সংবাদমাধ্যমকে জানান তিনি পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না৷
advertisement
6/7
পরে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জয়দেব শাহ জানিয়ে দেন কোনওভাবে ভুলক্রমে শাকারিয়ার নাম জুড়ে গিয়েছিল৷ আসলে ৭ জন নয়, ৬ প্লেয়ারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে৷ তাঁরাই এই মুহূর্তে বোলিং করতে পারবেন না৷
advertisement
7/7
নির্বাসিত প্লেয়ারদের তালিকায় রয়েছেন তানুষ কোতিয়ান (মুম্বই), রোহন কুন্নুমামাল (কেরল), চিরাগ গান্ধি (সৌরাষ্ট্র), সলমন নিজার (কেরল), সৌরভ দুবে (বিদর্ভ), অর্পিত গুলেরিয়া (হিমাচল প্রদেশ)৷