Yashasvi Jaiswal: কলকাতায় 'মোকা'-র তাণ্ডব যশস্বী রূপে, দ্রুততম ৫০-এর সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal: এবারের আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। গড়ছেন একের পর এক নজির। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন যশস্বী। আর এবার কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান করলেন তিনি।
advertisement
1/6

কেকেআরের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল। তারমধ্যে ৬টি চার ও ৩টি ছয় মারেন তিনি। কেএল রাহুলের ১৪ বলে করা ৫০-এর রেকর্ড ভাঙলেন রাজস্থান তারকা।
advertisement
2/6
আইপিএলের ইতিহাসে সবথেকে কম সময়ে অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল। মাত্র ২.৫ ওভারে অর্ধশতরান করেন তরুণ বাঁ হাতি ব্যাটার। কেএল রাহুল ইনিংসের ২.৫ ওভারেই নিজের ৫০ করেছিলেন।
advertisement
3/6
নীতীশ রানার প্রথম ওভারে ২৬ রান করেন যশস্বী। আইপিএলের ইতিহাসে এক জনই ব্যাটারের করা প্রথম ওভারে সর্বোচ্চ রান এটি। এর আগে পৃথ্বী শ ২০২১-এ শিবম মাভির প্রথম ওভারে ২৪ করেছিলেন।
advertisement
4/6
রান তাড়া করতে নেমে কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভারে করা ২৬ রান আইপিএএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। যা এসেছে যশস্বীর ব্যাটে। ২০১১ সালে মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ করেছিল আরসিবি।
advertisement
5/6
যশস্বীর তাণ্ডবে রাজস্থান ৫০ রান পেরিয়ে যায় ২.৪ ওভারে। যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম দলগত ৫০। এর আগে ২০১১ সালে কোতি টাস্কার্স ২.৩ ওভারে ৫০ করেছিল।
advertisement
6/6
এখনও পর্যন্ত আইপিএলে ৫৭৫ রান করেছেন যশস্বী। যা জাতীয় দলের হয়ে না খেলা কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল ইশান কিশানের। ২০২০ সালে ইশান করেছিল ৫১৬।