IPL 2023: জলেও জ্বালাতে পারেন লাস্যের আগুন, বিকিনিতে সুপার হট কেকেআর অধিনায়কের স্ত্রী, দেখুন ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক নীতীশ রানা নিজের দীর্ঘ দিনের বান্ধবী সাঁচি মারওয়াহাকে বিয়ে করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নীতীশ রানা গত বছর তার বান্ধবী সাঁচি মারওয়াহাকে বিয়ে করেছেন।
advertisement
1/8

কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক নীতীশ রানা নিজের দীর্ঘ দিনের বান্ধবী সাঁচি মারওয়াহাকে বিয়ে করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নীতীশ রানা গত বছর তার বান্ধবী সাঁচি মারওয়াহাকে বিয়ে করেছেন।
advertisement
2/8
খেলার জগতে জনপ্রিয় নীতিশ কিন্তু তাঁর স্ত্রীর ব্যাপারে অনেকেই বিশেষ তেমন জানেন না৷ সাঁচির কেরিয়ার শুরু হয় ২০১৫ সালে। সাঁচি মারওয়াহ লেখাপড়া করেন ফ্যাকাল্টি অফ সুশান্ত স্কুল অফ ডিজাইন, অনসল বিশ্ববিদ্যালয় থেকে৷ তবে বিভিন্ন নাম করা সংস্থার থেকে সাঁচি প্রশিক্ষণও নিয়ে থাকেন ৷
advertisement
3/8
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নীতীশ রানা ২০১৯ সালো তার বান্ধবী সাঁচি মারওয়াহাকে বিয়ে করেছেন। সাঁচি নিজেই বলেছেন তিনি পার্টি করতে ও লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। রানাকে লাজুক বলেও আখ্যা দিয়েছেন সাচি।
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ঘন ঘন নিজের ছবিও চেঞ্জ করে থাকেন সাঁচি। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। সাচি নিজেও সৌন্দর্যের অনুরাগী। তার প্রতিটি ছবি পোস্টে হাজার হাজার লাইক পড়ে ও কমেন্টের বন্যা বয়ে যা সোশ্যাল মিডিয়ায়।
advertisement
5/8
সাঁচি দেখতে খুবই খুবই সুন্দরী, সেক্সি ও হট। এক একটি ছবিতে তাকে কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কম সুন্দরী মনে হয় না। সাচি নিজের বিকিনি পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
6/8
বিদেশে সুইমিং পুল থেকে উঠে আসা বিকিনি পরিহিত সাঁচির এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছিল। সকলেই খুব পছন্দ করেছিল। এছাড়াও ছাড়াও সমুদ্রের তীরেও নিজের নানা বিকিনি পরিহিত ছবি শেয়ার করেছেন নীতিশ রানার বউ।
advertisement
7/8
সাচি ও নীতিশকে জুটিতে দেখতেও খবু সুন্দর লাগে। তাঁর স্ত্রী বলেন যে আমাদের বন্ধুরা আমাদের টম এবং জেরি বলে ডাকে কারণ আমি এবং রানা প্রায়শই একে অপরের লড়াই করি। সাচি মারওয়া এও জানিয়াছেন যে নীতিশের সঙ্গে তার শোবার ঘরেও মারামারি হয় এবং মাঝে মাঝে আমরা একটা ছোট বালিশের জন্য লড়াই করি।
advertisement
8/8
আইপিএব চলাকালীন নীতিশ রানার খেলা দেখার জন্য মাঠে প্রায়শই উপস্থিত থাকেন সাঁচি। আসন্ন মরসুমে কেকেআরের অধিনায়ক হওয়ার জন্যও নীতিশকে শুভেচ্ছা জানিয়েছেন সাঁচি। নতুন মরসুমে নীতিশের সাফল্যের বিষয়ে আশাবাদী সাঁচি।