MS Dhoni: পাওয়া গেল নতুন এম এস ধোনির খোঁজ! সন্ধান দিলেন কিংবদন্তি ভারতীয় তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: এইবার আইপিএলকেই ধোনির শেষ আইপিএল হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ধোনির অবসরের আগেই নতুন আরও এক 'ধোনির' খোঁজ দিলেন কিংবদন্তী ভারতীয় তারকা।
advertisement
1/8

আইপিএল ২০২৩-এ পুরনো ছন্দে অনেকটাই দেখা যাচ্ছে এমএস ধোনিকে। ব্যাটিংয় সেই বড় বড় ছক্কা, দুরন্ত কিপিং থেকে শুরু করে অধিনায়ক ধোনির গেম রিডিং।
advertisement
2/8
কিন্তু এইবার আইপিএলকেই ধোনির শেষ আইপিএল হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ধোনিও ইঙ্গিত দিয়েছিলেন চেন্নাইয়ের মাটিতে আইপিএল খেলেই অবসর নেবেন।
advertisement
3/8
ধোনির সেই ইচ্ছে পূরণ হয়েছে এবার। অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে যদিও এখনও কোনও ঘোষণা করেননি ধোনি। তবে আইপিএলের ম্যাচ যত কমে আসছে ততই মন খারাপ বাড়ছে ধোনি ফ্যানেদের।
advertisement
4/8
তবে এরই মধ্যে নতুন ধোনির খোঁজ দিলেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। এক ক্রিকেটারের মধ্যে ধোনির সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন। যদিও সেই ক্রিকেটার উইকেট কিপার ব্যাটার নয় অলরাউন্ডার।
advertisement
5/8
বিশেষ করে ধোনির অধিনায়কত্বের সঙ্গে সেই ক্রিকেটারের অনেক মিল খুঁজে পেয়েছেন গাভাসকর। সেই ক্রিকেটার আর অন্য কেউ নয় ধোনির পরম ভক্ত ও গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
advertisement
6/8
সুনীল গাভাসকর হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা করে বলেছেন,'হার্দিক অনেকটা ধোনির মতো। দু’জনের নেতৃত্ব দেওয়ার মধ্যে মিল রয়েছে। প্রাক্তন অধিনায়কের ভাল গুণগুলো হার্দিক আয়ত্ত করেছে।'
advertisement
7/8
এছাড়াও সানি বলেছেন,'হার্দিক পান্ডিয়া কখনই নিজের ব্যক্তিত্ব দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। যেটা অনেকে করেন। অধিনায়ক হার্দিকের এটা বড় গুণ। এটাই ওকে অনেক দূরে নিয়ে যেতে পারে।'
advertisement
8/8
সুনীল গাভাসকর মনে করেন, চাপের মুহূর্তে ধোনি যেভাবে অধিনায়কত্ব করেন, যেভাবে অধিনায়কত্বের চাল আগ্রাসী হলেও তা ঠান্ডা মাথায় করে থাকেন ধোনি, সেই রকম বিষয় তিনি হার্দিক পান্ডিয়ার মধ্যে দেখতে পান। সুনীল গাভাসকরের কাছ থেকে এমন সার্টিফিকেট পেয়ে নিঃসন্দেহে খুশি হবেন হার্দিক।