Harry Brook: সেঞ্চুরি করেই ভারতীয় ফ্যানেদের 'আক্রমণ' হ্যারি ব্রুকের, পুরো ধুয়ে দিলেন সানরাইজার্স তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Harry Brook: ইডেনে কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন হ্যারি ব্রুক। ৫৫ বলে ১০০ রান করেন তিনি। ১২টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শতরান করেই ভারতীয় ফ্যানেদের একহাত নিলেন ব্রুক।
advertisement
1/6

১৩.২৫ কোটি টাকা দিয়ে তাকে আইপিএল নিলামে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শুরুর ৩ ম্যাচে একেবারেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি হ্যারি ব্রুক।
advertisement
2/6
প্রথম ৩ ম্যাচে অরেঞ্জ আর্মির ইংল্যান্ড তারকার ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪ রান। যেই কারণে ভারতীয় ফ্যানেদের সমাসোচনার মুখেও পড়েছিলেন ব্রুক। নেট দুনিয়ায় ট্রোলড হয়েছিলেন।
advertisement
3/6
ভারতীয় ফ্যানেদের কটাক্ষ যে ভালোভাবে নেননি হ্যারি ব্রুক তার প্রমাণ পাওয়া গেল ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর। এবারের আইপিএলের প্রথম শতরান করেই ভারতীয় ফ্যানেদের এক হাত নিলেন ব্রুক।
advertisement
4/6
ইডেনে কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন হ্যারি ব্রুক। ৫৫ বলে ১০০ রান করেন তিনি। ১২টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ব্রুকের ঝড়ো ইনিংসে ভর করেই ২২৮ রান করে হায়দরাবাদ। কেকেআরের বিরুদ্ধে জয় পায় ২৩ রানে।
advertisement
5/6
সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়ে ব্রুক বলেন,"একটি বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। কিছু ভারতীয় ফ্যান সোশ্যাল মিডিয়ায় আমাকে স্লেজিং করেছে। কুকথা বলেছে। আমি আজ খুশি যে তাদের মুখ বন্ধ করতে পেরেছি। এবার তারাই আমার প্রশংসা করবে।"
advertisement
6/6
তবে ইডেনের দর্শকের সামনে দুরন্ত শতরান উপভোগ করেছেন, সেই কথা জানিয়েছেন হ্যারি ব্রুক। এই ফর্ম ধরে রাখা ও দলকে সাফল্য এনে দেওয়াই যে তাঁর লক্ষ্য তাও জানিয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার।