Virat Kohli: ২৩ এপ্রিল কি কোহলির জীবনে সবথেকে অপয়া দিন! আপনাকে চমকে দেবে এই তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আরসিবি। চোটের কারণে ডু্প্লেসি ফিল্ডিং না করায় পরপর ২ ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন বিরাট কোহলি। তবে এদিন লজ্জার নজিরও গড়লেন বিরাট।
advertisement
1/6

রবিবার চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতল ঠিকই আরসিবি। কিন্তু ২৩ এপ্রিল কী বিরাট কোহলির জীবনে সবথেকে অপয়া দিন? তা নিয়ে প্রশ্নটা উঠেই গেল।
advertisement
2/6
কারণ এদিন ফের আইপিএলে আরও একবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। রাজস্থানের তারকা পেসার ট্রেন্ট বোল্টের ইন সুইংয়ে এলবিডব্লুউ আউট হন বিরাট কোহলি।
advertisement
3/6
আইপিএলে শূন্য করার নিরিখে লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত আইপিএলে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি।
advertisement
4/6
এছাড়া আইপিএলের প্রথম বলেই খাতা না খুলে আউট হওয়ার নিরিখেও নজির গড়লেন বিরাট কোহলি। সব মিলিয়ে আইপিএলে মোট সাত বার প্রথম বলে আউট হয়েছেন বিরাট কোহলি।
advertisement
5/6
এবার আসি ২৩ এপ্রিলের কথায়। ১০ বার যে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি তার মধ্যে ৩ বার ২৩ এপ্রিল তারিখে। প্রতিপক্ষ কেকেআর, সানরাইজার্স ও রাজস্থান।
advertisement
6/6
তবে এই সকল রেকর্ড নিয়ে ভাবতে নারাজ বিরাট কোহলি। দল ৭ রানে লিগ টপার রাজস্থানকে হারিয়েছে তাতে খুশি কোহলি। পরপর ২ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পাওয়াতেও বেজায় খুশি বিরাট।