Virat Kohli: ফের আরসিবির অধিনায়ক বিরাট কোহলি, খেললেও কেন নেতা নন ডুপ্লেসি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: মোহালিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংসের ম্যাচে শুরুতেই চমক। ফাফ ডুপ্লেসির বদলে টস করতে আসেন বিরাট কোহলি। জানা যায়া তিনিই অধিনায়কত্ব করবেন।
advertisement
1/6

মোহালিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব কিংসের ম্যাচে শুরুতেই চমক। ফাফ ডুপ্লেসির বদলে টস করতে আসেন বিরাট কোহলি। জানা যায়া তিনিই অধিনায়কত্ব করবেন।
advertisement
2/6
গত বছরই আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলন বিরাট কোহলি। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসির বদলে হঠাৎ কেন টস করতে এলেন বিরাট কোহলি, তা নিয়ে শুরু হয় জল্পনা।
advertisement
3/6
কিন্তু দলে নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসি থাকা সত্ত্বেও কেন বিরাট কোহলি অধিনায়কত্ব করছেন তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশ্য টসের সময়তেই সব জল্পনার অবসান ঘটান বিরাট কোহলি।
advertisement
4/6
টসের পর বিরাট কোহলি বলেন,'সামান্য সমস্যা থাকায় ফাফ ডুপ্লেসি ফিল্ডিং করতে পারবে না। সেই কারণে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ডুপ্লেসি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে।'
advertisement
5/6
ম্যাচ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারন। একসঙ্গে ব্যাট করতে নামেন কোহলি ও ডুপ্লেসি। আরিসিবিকে ভালো শুরুও দেন দুই তারকা ক্রিকেটার।
advertisement
6/6
এর আগে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আরসিবির অধিনায়ক ছিলেন কোহলি। ২০২২ সাল থেকে নেতৃত্বের ব্যাটন ওঠে ডুপ্লেসির কাঁধে। তবে ফের একবার বিরাটকে অধিনায়কের ভূমিকায় দেখে খুশি ফ্যানেরা।