TRENDING:

IPL 2023 Playoffs Fixture: নিশ্চিৎ ৪ দল, রইল আইপিএল ২০২৩ প্লে অফ ও ফাইনালের সূচি

Last Updated:
IPL 2023 Playoffs Fixture: রবিবার দুটি ম্যাচের পর আইপিএল ২০২৩-এর প্লে অফের ৪টি দল নির্ধারিত হয়ে গেল। লিগ টপার হয়ে আগেই গুজরাত টাইটান্স জায়গা পাকা করে নিয়েছিল। দ্বিতী দল হিসেবে পৌছেছে চেন্নাই সুপার কিংস। তৃতীয় দল লখনউ সুপার জায়ান্টস ও চতুর্থ মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
1/7
IPL 2023 Playoffs Fixture: নিশ্চিৎ ৪ দল, রইল আইপিএল ২০২৩ প্লে অফ ও ফাইনালের সূচি
রবিবার প্রথম ম্যাচে মুম্বই হারায় হায়দরাবাদকে। হায়দরাবাদের দেওয়া ২০১ রানের টার্গেট ক্যামেরন গ্রিনের শতরান ও রোহিত শর্মার ৫৬ রানের ইনিংসের সৌজন্যে ৮ উইকেটে জেতে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
2/7
দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স হারিয়ে দেয় আরসিবিকে। প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে আরসিবি। শতরান করে বিরাট কোহলি। পাল্টা শুবমান গিলের শতরানে ভর করে ৬ উইকেটে ম্যাচ জেতে গুজরাত।
advertisement
3/7
আরসিবির হারে ফলে চতুর্থ দল হিসেবে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ৮ জয়। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করল রোহিত শর্মার দল। আর গুজরাতের বিরুদ্ধে হেরে ষষ্ঠ স্থানে শেষ করল আরসিবি। পঞ্চম স্থানে শেষ করল রাজস্থান।
advertisement
4/7
রবিবার দুটি ম্যাচের পর আইপিএল ২০২৩-এর প্লে অফের ৪টি দল নির্ধারিত হয়ে গেল। লিগ টপার হয়ে আগেই গুজরাত টাইটান্স জায়গা পাকা করে নিয়েছিল। দ্বিতীয় দল হিসেবে পৌছেছে চেন্নাই সুপার কিংস। তৃতীয় দল লখনউ সুপার জায়ান্টস ও চতুর্থ মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
5/7
আগামি ২৩ মে প্রথম প্লে অফে চিপকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। যেই দল এই ম্যাচ দিতবে তারা সরাসরি পৌছে যাবে আইপিএল ২০২৩-এর ফাইনালে।
advertisement
6/7
২৪ মে দ্বিতীয় প্লে অফ অর্থাৎ প্রথম এলিমিনেটরে মুখোমুখি ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে জিতবে তারা খেলবে প্রথম প্লে অফের পরাজিত দলের সঙ্গে। সেই ম্যাচ হবে ২৬ মে।
advertisement
7/7
আর ২৮ মে প্রথম প্লে অফের জয়ী দল ও দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল খেলবে মেগা ফাইনালে। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আহ প্লে অফের সবকটি ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে সন্ধে ৭.৩০ থেকে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2023 Playoffs Fixture: নিশ্চিৎ ৪ দল, রইল আইপিএল ২০২৩ প্লে অফ ও ফাইনালের সূচি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল