IPL 2023 Playoff equations: রোহিত না কোহলি, কে যাবে প্লে অফে, মুম্বইয়ের জয়ে কী দাঁড়াল শেষ মুহূর্তের অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Playoff equations: ক্যামেরন গ্রিনের বিধ্বংসী শতরান। রোহিত শর্মার অধিনায়কোচিত ইনিংস। দুইয়ের সৌজন্য সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্লে অফে যেতে হলে মুম্বইয়ের নজর আরসিবি ম্যাচের দিকে।
advertisement
1/6

২০১ রান তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের এখনও টিকিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
2/6
ক্যামেরন গ্রিনের বিদ্ধংসী শতরান ও রোহিত শর্মার ৫৬ রানের ইনিংসের সৌজন্যে ২ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।
advertisement
3/6
এই ম্যাচ জয়ের ফলে ১৪ ম্যাচে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্ট পৌছল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের রানরেট -০.০৪৪। বর্তমানে রোহিত শর্মার দল পঞ্চম স্থানে।
advertisement
4/6
মুম্বইয়ের জয়ে বিদায় ঘণ্টা বেজে গেল গতবারের রানার্সআপ রাজস্থান রয়্যালসের। ষষ্ঠ স্থানে শেষ করল সঞ্জু স্যামসনের দল।
advertisement
5/6
কিন্তু প্লে অফের চতুর্থ দলের ভাগ্য নির্ধারিত হবে আরসিবি ও গুজরাত ম্যাচের পর। ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে আরসিবির রানরেট +০.১৮০।
advertisement
6/6
গুজরাতকে হারাতে পারলেই প্লে অফে যাবে কোহলি, ডুপ্লসিদের আরসিবি। মুম্বইয়ের প্লে অফে যেতে হলে হারতে হবে আরসিবিকে।