IPL 2023 Opening Ceremony|| ব্যাট-বলের ধামাল পারফরম্যান্স, সুন্দরীদের লাস্যময়ী নাচ, সঙ্গে সুরের তুফান, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায় দেখবেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2023 Opening Ceremony|| এবারই আইপিএল একদম ফ্রি-তে দেখতে পারবে সকলে৷
advertisement
1/5

কলকাতা: কোভিড পরিস্থিতি কেটে যাওয়ার পর ২০২৩ থেকেই আবার আইপিএল একেবারে চেনা ফর্ম্যাটে৷ হোম-অ্যাওয়ে ম্যাচের ফর্মাটে খেলা হবে পাশাপাশি হবে উদ্বোধনী অনুষ্ঠানও৷ ৩১ মার্চ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা-র সময়ে হবে মেগা ওপেনিং সেরিমনি৷
advertisement
2/5
পুলওয়ামায় সেনাবাহিনীর ওপর মারাত্মক আক্রমণের পর থেকে এবং কোভিডকালে আইপিএলের ওপেনিং সেরিমনিতে নাচগান বন্ধ হয়ে গিয়েছিল৷ কিন্তু গত মাসের মহিলা আইপিএল টুর্নামেন্টের পর এবারের আইপিএল ২০২৩ এ হবে উদ্বোধনী ইনুষ্ঠান৷ ১২ টি ভ্যেনুতে ৫২ দিন ধরে ৭০ টি লিগ পর্বের ম্যাচ খেলা হবে৷
advertisement
3/5
উদ্বোধনী অনুষ্ঠানে দুই দক্ষিণী সুন্দরীদের লাস্যের জাদুতে মাতোয়ারা হবে দর্শক৷ পারফর্ম করবেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্দানা৷
advertisement
4/5
গান গাইবেন সারা দেশকে নিজের সুরের জাদুতে মাতোয়ারা করে দেওয়া অরিজিৎ সিং৷
advertisement
5/5
গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এছাড়াও পারফর্ম করবেন টাইগার শ্রফ ও ক্যাটরিনা কাইফ৷ জিও সিনেমার ওটিটি অ্যাপে একেবারে ফ্রিতে দেখতে পারবেন দর্শকরা। পাশাপাশি স্টার স্পোর্টসের নানা চ্যানেলেও এই অনুষ্ঠান লাইভ দেখতে পাওয়া যাবে সন্ধ্যা ৬ টা থেকে।