MS Dhoni Knee Injury: অস্ত্রোপচার হবে এমএস ধোনির! পরের আইপিএল খেলবেন তো? আশঙ্কায় ফ্যানেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: দলকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করা, উইকেটের পিছনে বিদ্যুৎগতির স্টাম্পিং, ব্যাটিংয়েও নিজের যতটা পারা সম্ভব সেরাটা দিয়েছেন আইপিএল ২০২৩-এর গোটা মরসুম। কিন্তু এই গোটা মরসুম এক মানুষ হাঁটুর চোট, যন্ত্রণা নিয়ে দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। ভাবা যায়! এর জন্য তো তিনি ধোনি। ফ্যামেদের কাছে 'মসিহা'।
advertisement
1/8

সিএসকের পঞ্চমবার আইপিএল জিতেছে সেই আনন্দে আত্মহারা সকলেই। সকলেই এমএস ধোনির প্রশংসায় পঞ্চমুখ। সমর্থকদের ভালবাসায় পরের আইপিএলে ফিরে আসার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ৫ বারের আইপিএল জয়ী চেন্নাই অধিনায়ক।
advertisement
2/8
সিএসকের পঞ্চম ট্রফি জয় ধোনির কাছেও স্পেশাল। এই আনন্দের মুহূর্ত আরও বেশি করে উপভোগ করতে চান মাহিও। কিন্তু সামনের সময় হয়তো খুব একটা ভালো আসছে না ধোনির জন্য। কারণ অবশ্যউ তাঁর হাঁটুর চোট।
advertisement
3/8
দলকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করা, উইকেটের পিছনে বিদ্যুৎগতির স্টাম্পিং, ব্যাটিংয়েও নিজের যতটা পারা সম্ভব সেরাটা দিয়েছেন আইপিএল ২০২৩-এর গোটা মরসুম। কিন্তু এই গোটা মরসুম এক মানুষ হাঁটুর চোট, যন্ত্রণা নিয়ে দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। ভাবা যায়! এর জন্য তো তিনি ধোনি। ফ্যামেদের কাছে 'মসিহা'।
advertisement
4/8
এবার আইপিএলে মাঠে হাঁটুর ব্যথায় ধোনিকে কাতরাতে দেখা গিয়েছিল। তখন অনেকে ভেবেছিলেন, ধোনিকে এবার আর মাঠে হয়তো দেখা যাবে না! কিছুদিন আগে ইরফান পাঠানের সঙ্গে ধোনির একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল ধোনির পায়ে আইস প্যাক বাঁধা। অসহ্য যন্ত্রণা নিয়ে খেলেছেন পুরো মরশুম।
advertisement
5/8
তবে, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই শোনা গিয়েছিল হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে পারেন। এবার ধোনির চোট নিয়ে ফ্যানেদের চিন্তা আরও বাড়ল। সিএসকের তরফে জানানো হয়েছে প্রয়োজনে অস্ত্রপচার হতে পারে ধোনির।
advertisement
6/8
জানা যাচ্ছে, এবার হাঁটুর চোট থেকে মুক্তি পেতে ও পরের বছর ফুল ফিট হয়ে ফিরে আসার জন্য কোনও খামতি রাখতে চাইছেন না ধোনি। বুধবার চেন্নাই সুপার কিংস দলের সিইও কাসি বিশ্বনাথন জানিয়েছেন, মহেন্দ্র সিংহ ধোনি হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ে স্পোর্টস অস্থি চিকিৎসককের কাছে যাবেন।
advertisement
7/8
সিএসকে সিইও কাসি বিশ্বনাথন বলেছেন, “ধোনি বাঁ হাঁটুর জন্য চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। অস্ত্রোপচার করার পরামর্শ দেবেন কি না সেটা বোঝা যাবে রিপোর্ট আসার পর। ধোনি সিদ্ধান্ত নেবেন যে তিনি অস্ত্রোপচার করাবেন কি না।”
advertisement
8/8
আইপিএব শেষে ধোনির এখনই অবসর না নেওয়ার খবর ট্রফি জয়ের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ফ্যানেদের মধ্যে। কিন্তু ধোনির হাঁটুর চোটের এই আপডেট স্বভাবতই চিন্তা বাড়িয়েছে ফ্যানেদের মধ্যে। সকলেই ধোনির দ্রুত সুস্থতা কামনা করেছেন।