Rohit Sharma: শুধু ৫৬ রানের ইনিংস নয়, একাধিক কোহলির রেকর্ড থাবা বসালেন রোহিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: ক্যামেরন গ্রিনের বিধ্বংসী শতরান। রোহিত শর্মার অধিনায়কোচিত ইনিংস। দুইয়ের সৌজন্য সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১ রানে বিশাল টার্গেট ২ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতল ৫ বারের আইপিএল জয়ীরা।
advertisement
1/7

আইপিএল ২০২৩-এর গ্রুপ লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
2/7
২০১ রান তাড়া করে সানরাইজার্স হায়দরাবাদকে ২ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হারায় ৫ বারের আইপিএল জয়ীরা।
advertisement
3/7
ম্যাচে ক্যামেরন গ্রিনের শতরানের পাশাপাশি ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৮টি চার ও একটি ছয় মারেন রোহিত।
advertisement
4/7
এই ম্যাচে কেরিয়ারের অনবদ্য দুটি মাইলস্টোনও গড়েন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের রেকর্ড গড়লেন রোহিত।
advertisement
5/7
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫ হাজার রান করলেন রোহিতষ এর আগে বিরাট কোহলি করেছেন আরসিবির হয়ে।
advertisement
6/7
এছাড়া আইপিএল ও আম্তর্জাতিক সব ধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে ১১ হাজার রানের মাইলস্টোনও স্পর্শ করলেন রোহিত। সামনে শুধু বিরাট কোহলি।
advertisement
7/7
এমন দুই নজির গড়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তাদের ৫ বার ট্রফি জয়ী অধিনায়ককে। শুভেচ্ছা জানিয়েছে সতীর্থরা।