Virat Kohli: বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, তাতে লুকিয়ে রয়েছে গভীর রহস্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ট্যাটু তাঁর বরাবরই খুব প্রিয়। শরীরে একাধিক ট্যাটু আগেই ছিল। আইপিএল খেলতে নামার আগেই হাতে আরও একটি নতুন ট্যাটু করিয়েছেন বিরাট কোহলি। জেনে নিন সেই ট্যাটুতে রয়েছে কোন রহস্য।
advertisement
1/6

আইপিএল দল আরসিবি-তে যোগ দেওয়ার আগেই নিজে ডান হাতে নতুন ট্যাট্যু করেছেন বিরাট কোহলি। যেই ট্যাটুর ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিযায়।
advertisement
2/6
কোহলির নতুন ট্যাট্যু নিয়ে তাঁর ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়। কেন নতুন ট্যাট্ু করালেন বিরাট কোহলি? এই নতুন ট্যাটুর মানে কী, কোন বার্তা রয়েছে? এইসব।
advertisement
3/6
এর আগে বিরাট কোহলির শরীর জুড়ে মোট ১১টি ট্যাটু ছিল। জীবনের নানা স্মরণীয় মুহূর্ত ও ভালোবাসার মানুষদের ট্যাটুর মাধ্যমে নিজের কাছে রাখতে পছন্দ করেন বিরাট।
advertisement
4/6
তার মধ্যে যেমন রেয়েছে কোহলির বাবা-মায়ের নাম, নিজের ওডিআই ও টেস্ট ক্যাপের নম্বর সহ আরও একাধিক বিষয়। এবার কোহলি তাঁর শরীরে ১২তম ট্যাটু করিয়েছেন।
advertisement
5/6
Aliens Tattoo নামক বিখ্যাত ট্যাটু সংস্থা থেকে নিজের নতুন করিয়েছেন বিরাট কোহলি। প্রথমে মুম্বই স্টুডিওতে ছয় ঘণ্টা তারপর বেঙ্গালুরুর স্টুডিওতে দ্বিতীয় সেশনে ৮ ঘণ্টা কাজ করা হয় বিরাটের ট্যাটুতে।
advertisement
6/6
বিরাট কোহলির তাদের কাছে বলেছিলেন তাঁর নতুন ট্যাটুতে যেন আধ্যাত্মিক যোগ থাকে। সেই মতই এই ট্যাটু বানানো হয়েছে। বিরাট কোহলি কতটা আধ্যাত্মিক আমাদের সকলের জানা। সেই কারণেই তাঁর এই নতুন ট্যাটু।