Varun Chakravarthy: কেকেআরকে জিতিয়ে এমন রেকর্ড করলেন বরুণ চক্রবর্তী, যা আইপিএল ইতিহাসে প্রথম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Varun Chakravarthy:আইপিএল ২০২৩-এ এখও টিকে থাকল কেকেআরের প্লে অফে যাওয়ার আশা। রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ রান ম্যাচ জিতল নাইটরা। দুরন্ত বোলিং করে রেকর্ড গড়লেন বরুণ চক্রবর্তী।
advertisement
1/6

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ৫ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে প্লে অফের যাওয়ার আশা টিকে থাকল কেকেআরের।
advertisement
2/6
এই ম্যাচে শেষ ওভারে কেকেআরের ডিফেন্ড করার জন্য ছিল মাত্র ৯ রান। সেই রান ডিফেন্ড করে দলকে জয় এনে দেন বরুণ চক্রবর্তী। লাস্ট ওভারে মাত্র ৩ রান খরচ করেন তিনি।
advertisement
3/6
শেষ ওভারে ক্রিজে ছিলেন ইনফর্ম আবদুল সামাদ ও ভুবনেশ্বর কুমার। আবদুল সামাদই হায়দরবাদের ম্যাচ জেতানোর ভরসা ছিল। তাঁর উইকেট নিয়েই জয় নিশ্চিৎ করেন কেকেআরের মিস্ট্রি স্পিনার।
advertisement
4/6
লাস্ট ওভারে নিজের কেরিয়ারের অন্যতম সেরা বোলিং করে এমন রেকর্ড গড়লেন বরুণ চক্রবর্তী। যা এর আগে আইপিএলের ইতিহাসে এর আগে ঘটেনি। ইতিহাসের পাতায় জায়গা পেলেন তিনি।
advertisement
5/6
আইপিলের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম ডিফেন্ড করে দলকে জয় এনে দিলেন বরুণ চক্রবর্তী। যা এর আগে ১৫টি আইপিএল মরসুমে কখনই ঘটেনি।
advertisement
6/6
গোটা ম্যাচে একটি উইকেট পেলেও অনবদ্য বোলিং করেন বরুণ চক্রবর্তী। তাঁর আটোসাটো বোলিংয়ে কখনই হাত খুলতে পারেনি হায়দরাবাদ ব্যাটাররা। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ।