KKR vs RCB: ১৪৩৯ দিন পর ইডেনে কেকেআর ম্যাচ, কলকাতা সেজে উঠেছে স্পেশাল সাজে, রইল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
IPL 2023 KKR vs RCB: কোভিড অতিমারীর পর দীর্ঘ সময় ইডেনে হয়নি আইপিএলের ম্যাচ। দীর্ঘ ১৪৩৯ দিন পর কেকেআরের হোম কামিং। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর।
advertisement
1/6

কোভিড অতিমারীর পর দীর্ঘ সময় ইডেনে হয়নি আইপিএলের ম্যাচ। দীর্ঘ ১৪৩৯ দিন পর কেকেআরের হোম কামিং। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর।
advertisement
2/6
শহরের রাস্তা-ঘাট, ব্রিজ থেক শুরু করে অলি-গলি সবকিছুই যেন কেকেআর-ময়। যেদিকেই তাকাবেন বড় বড় কাটআউট আর হোর্ডিং।
advertisement
3/6
গোটা ইডেন গার্ডেন্সেকে সাজিয়ে তোলা হয়েছে। ইডেনের সামনে মেইন গেটের সামনে লাগানো হয়েছে কেকেআরের বিশাল বড় কাট আউট।
advertisement
4/6
এছাড়া শহরের নামকরা সাত তারা হোটেলকে সাজিয়ে তোলা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের রঙে। রাতের কলকতার রাজপথ পথ থেকে যা দেখতে অপূর্ব লাগছে।
advertisement
5/6
কেকেআরের বেগুনী রঙে রাঙিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজকেও। রাতের গঙ্গাবক্ষ থেকে বেগুনী আলোতে সজ্জিত হাওডডা ব্রিজকে দেখতে অপূর্ব দেখায়।
advertisement
6/6
কলকাতা মেট্রোকেও সাজিয়ে তোলা হয়েছে কেকেআরে রঙ ও স্টিকারে। গোটা কলকাতা তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে পার্পল হযে উঠেছে।