TRENDING:

IPL 2023: এ কেমন অধিনায়ক! প্রথম ম্যাচ হেরেই সতীর্থের ঘাড়ে দোষ চাপালেন নীতিশ রানা, শুরুতেই কী অন্তর্দন্দ্ব?

Last Updated:
IPL 2023: আইপিএল ২০২৩-এর শুরুটা ভালো হল কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক ও কোচ হিসেবে হার দিয়েই অভিযান শুরু করতে হল নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতকে। প্রথম ম্যাচ হেরে স্বভাবতই হতাশ কেকেআর শিবির।
advertisement
1/6
IPL 2023: এ কেমন অধিনায়ক!প্রথম ম্যাচ হেরেই সতীর্থের ঘাড়ে দোষ চাপালেন নীতিশ রানা
আইপিএল ২০২৩-এর শুরুটা ভালো হল কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক ও কোচ হিসেবে হার দিয়েই অভিযান শুরু করতে হল নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতকে। প্রথম ম্যাচ হেরে স্বভাবতই হতাশ কেকেআর শিবির।
advertisement
2/6
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন নীতিশ রানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে পঞ্জাব কিংস। জবাবে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে কেকেআর ১৪৬ করে। সেই সময় বৃষ্টি নামায় ডিএলএস নিয়মে ৭ রানে ম্যাচ জেতে পঞ্জাব।
advertisement
3/6
কিন্তু প্রথম ম্যাচেই নীতিশ রানার অধিনায়কত্বের ধরণ নিয়ে উঠল নানা প্রশ্ন। রাসেল ও অনুকুল রায়কে কেন বল করানো হল না, বোলার রোটেশন থেকে ব্যাটিং অর্ডার। একাধিক বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেকেআর অধিনায়ককে।
advertisement
4/6
কিন্তু ম্যাচের পর নীতিশ রানা সাংবাদিক বৈঠকে এমব মন্তব্য করলেন যা নিয়ে বিতর্ক চরমে পৌছেছে। প্রথম ম্যাচ হারের পরই অজুহাত দিতে গিয়ে দলেরই অপর এক ক্রিকেটারের ঘাড়ে দোষ চাপিয়েছেন নীতিশ রানা। হারের জন্য প্রকারন্তরে বেঙ্কটেশ আইয়রকে দায়ী করেছেন নীতিশ।
advertisement
5/6
ম্যাচ শেষে হারের কারণ নিয়ে বলতে গিয়ে নীতিশ রানা বলেন,‘‘বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত। আমরা জিততেও পারতাম। ঠিক ওই সময়েই বেঙ্কটেশ (আয়ার) আউট হয়ে গেল। তার আগে ডাকওয়ার্থ লুইস নিয়মে আমরা এগিয়ে ছিলাম। ওই একটা উইকেটই আমাদের পিছিয়ে দিল।’’
advertisement
6/6
আসলে ম্যাচে যেই সময় বৃষ্টি নামে সেই সময় পঞ্জাব কিংসের থেকে ডিএলএস নিয়মে ৭ রান পিছিয়ে ছিল কেকেআর। তার ঠিক আগেই আউট হন বেঙ্কটেশ আইয়র। সেই আউট না হলে ম্যাচে হয়তো অন্যরকম ফল হতে পারত। কিন্তু বেঙ্কটেশ আইয়রের কোর্টে বল ঠেলে দেওয়ার সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2023: এ কেমন অধিনায়ক! প্রথম ম্যাচ হেরেই সতীর্থের ঘাড়ে দোষ চাপালেন নীতিশ রানা, শুরুতেই কী অন্তর্দন্দ্ব?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল