KKR vs MI: অনিশ্চিৎ রাসেল! দলে বড় পরিবর্তন? মুম্বই ম্যাচে মহাচমক দিতে পারে কেকেআর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs MI: সুপার সানডে-তে আইপিএলে আরও ফের ডবল হেডার। প্রথম ম্যাচেই মহারণ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। জয় পেতে মরিয়া নীতিশ রানা ও রোহিত শর্মার দল। ম্যাচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
advertisement
1/6

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর আজ কেকেআরে সামনে মুম্বই ইন্ডিয়ান্স। অ্যাওয়ে ম্যাচে ওয়াংখেড়েতে রোহিত শর্মা দলের বিরুদ্ধে নামবে নীতিশ রানা ব্রিগেড। মুম্বই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।
advertisement
2/6
তবে মুম্বই ম্যাচে নামার আগে একাধিক বিষয় চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। যেমন দলের ওপেনিং জুটির এখনও রান না পাওয়া। এছাড়া আন্দ্রে রাসেলর চোট ও ফর্ম। মুম্বই ম্যাচে রাসেলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।
advertisement
3/6
ফলে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে কৌতুহল। রাসেল না খেললে সেই জায়গায় কে আসবে, রহমানউল্লাহ গুরবাজ কী সুযোগ পাবে, এই সকল বিষয়গুলি নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
4/6
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজের খেলার সম্ভাবনাই বেশি। তবে সেই জায়গায় ইংরেজ ওপেনার জেসন রয়েরও একটা খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর গুরবাজ খেললে আর রাসেল চোটের কারণে না খেলতে পারলে সেই জায়গাতেও খেলতে পারেন জেসন রয় বা লিটন দাস।
advertisement
5/6
এক নজরে দেখে নিন মুম্বই বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ- রহমানউল্লাহ গুরবাজ/জেসন রয় (উইকেটকিপার), এন দগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল/ লিটন দাস/ডেভিড উইসে, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুযশ শর্মা, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- ভেঙ্কটেশ আইয়র।
advertisement
6/6
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, রিলে মেরিডিথ/জোফ্রা আর্চার, আরশাদ খান, পীযুশ চাওলা, জেসন বেহরনড্রফ।