Gujarat Titans: কেন ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলল গুজরাত টাইটান্স, কারণ জানলে সম্মান জানাবেন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gujarat Titans: বিগত বছর থেকে গুজরাতকে আমরা গাঢ় নীল রঙের জার্সি পড়েই দেখতেই অভ্যস্ত। কিন্তু সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অন্য রঙের জার্সিতে দেখা যায় হার্দিকদের। নীলের বদলে ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলে গুজরাত। কিন্তু কারণটা কী।
advertisement
1/6

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ২০২৩-এর প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৮ করে গুজরাত। শতরান করেন শুভমান গিল। ৩৪ রানে জেতে গুজরাত।
advertisement
2/6
গতবছর থেকে আইপিএলে নতুন দল হিসেবে অন্তর্ভুক্তি ঘটেছ গুজরাত টাইটান্সের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। এবারও সেই পারফরম্যান্স ধরে রেখে প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে গুজরাত টাইটান্স।
advertisement
3/6
বিগত বছর থেকে গুজরাতকে আমরা গাঢ় নীল রঙের জার্সি পড়েই দেখতেই অভ্যস্ত। কিন্তু সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অন্য রঙের জার্সিতে দেখা যায় হার্দিকদের। নীলের বদলে ল্যাভেন্ডার রঙের জার্সি পরে খেলে গুজরাত।
advertisement
4/6
ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই গুজরাত টাইটান্সের এই উদ্যোগ। ল্যাভেন্ডার রঙটি ইসোফেজিয়াল ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। তবে সাধারণত সমস্ত ধরণের ক্যান্সারের প্রতীক হিসেবেই এখন ব্যবহৃত হয়। সামাজিক দায়িত্ব পালনের জন্যই হার্দিকদের এই উদ্যোগ।
advertisement
5/6
এই বিষয়ে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেছেন,'ক্যান্সার হল এমন একটি যুদ্ধ, যার সঙ্গে ভারতে সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ লড়াই করছে। আমরা এই মারাত্মক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সকলেই দায়বদ্ধ।'
advertisement
6/6
এছাড়াও হার্দিক বলেছেন,'ল্যাভেন্ডার জার্সি পরা হল ক্যান্সার রোগীদের বেঁচে থাকা এবং তাদের পরিবারের সঙ্গে সংহতি দেখানোর আমাদের ছোট্ট প্রয়াস। আশা করি, আমাদের এই উদ্যোগ অন্যদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এবং যারা এই যুদ্ধে লড়াই করছে, তাদের সমর্থন করতে অনুপ্রাণিত করবে।'