IPL 2023 Final CSK vs GT: সোমবার আইপিএল ফাইনাল দেখতে লাগবে নতুন টিকিট? কীভাবে দেখা যাবে ম্যাচ, জেনে নিন নিয়ম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
PL 2023 Final, CSK vs GT: রবিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। এক বল খেলা তো দূর, টস পর্যন্ত করা সম্ভব হয়নি রবিবার আহমেদাবাদে। তবে সোমবার একই টিকিটে খেলা দেখা যাবে কি? কি রয়েছে নিয়ম, জেনে নিন।
advertisement
1/8

রবিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। এক বল খেলা তো দূর, টস পর্যন্ত করা সম্ভব হয়নি রবিবার আহমেদাবাদে।
advertisement
2/8
রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করার পর দুই আম্পায়ার ও দুই দলের কোচ আলোচনা করে রবিরারে খেলা পরিত্যক্ত ঘোষণা করে। ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডে-তে।
advertisement
3/8
সোমবার একইসময় আহমেদাবাদে শুরু হবে খেলা। সন্ধে সাতটায় টস ও সাড়ে সাতটা থেকে ম্যাচ। তবে সোমবার খেলাপ টিকিট নিয়ে একটা জল্পনা রয়েছে ফ্যানেদের মধ্যে।
advertisement
4/8
রবিবার আইপিএব ফাইনালের টিকিট কেউ অনলাইনে, কেউ আবার রীতিমত যুদ্ধ করে অফলাইনে কেটেছিল। কিন্তু সেই টিকিট তো পাঞ্চ করে রবিবার স্টেডিয়ানে প্রবেশ করা হয়ে গিয়েছে।
advertisement
5/8
ফলে সোমবার খেলা দেখতে হলে কী আবার নতুন টিকিট লাগবে? না পুরনো টিকিটেই দেখা যাবে ফাইনাল ম্যাচ? আইপিএল কর্তৃপক্ষের নিয়ম চিন্তায় কমিয়েছে ফ্যানেদের।
advertisement
6/8
কারণ রবিবার যে সমস্ত দর্শকেরা টিকিট কেটে খেলা দেখতে গিয়েছিল, তারা সেই টিকিট দেখিয়েই সোমবার খেলা দেখতে যেতে পারবেন। তবে অবশ্যই রবিবারের টিকিট সঙ্গে থাকতে হবে।
advertisement
7/8
পাশাপাশি যে নিয়মগুলি মানতে হবে। ১. টিকিট অক্ষত থাকতে হবে, ২.ছিঁড়ে গেলে সব টুকরো সঙ্গে থাকতে হবে, ৩. ছিঁড়ে গেলেও টিকিটের গুরুত্বপূর্ণ বিবরণ দৃশ্যমান থাকতে হবে।
advertisement
8/8
যদি ছেঁড়া টিকিটে গুরুত্বপূর্ণ তথ্য যেমন গেট নাম্বার, লেভেল ইত্যাদি অনুপস্থিত থাকে, তাহলে ঢুকতে বাধা দেওয়া হতে পারে। তবে বৈধ টিকিটে কোনওরকম বাধার সম্মুখীন হতে হবে না।