TRENDING:

Shubman Gill, Virat Kohli: ধোনির হাতে অটুট থাকল কোহলির সিংহাসন, অরেঞ্জ ক্যাপ জিতলেও 'বিরাট' রেকর্ড ভাঙা হল না গিলের

Last Updated:
Shubman Gill, Virat Kohli: আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন গুজরাত টাইটান্সের তারকা ভারতীয় ব্যাটার শুভমান গিল। মরসুমে ৩টি শতরান, ৪টি অর্ধশতরান সহ মোট ৮৯০ রান করেছেন ডান হাতি ব্যাটার। গড় ৫৯.৩৩। ৩৩টি ছয়, ৮৫টি চার মেরেছেন এই মরসুমে। কিন্তু ভাঙা হল না কোহলির রেকর্ড।
advertisement
1/6
ধোনির হাতে অটুট কোহলির সিংহাসন, অরেঞ্জ ক্যাপ জিতলেও 'বিরাট' রেকর্ড অধরা গিলের
আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন গুজরাত টাইটান্সের তারকা ভারতীয় ব্যাটার শুভমান গিল। মরসুমে ৩টি শতরান, ৪টি অর্ধশতরান সহ মোট ৮৯০ রান করেছেন ডান হাতি ব্যাটার। গড় ৫৯.৩৩। ৩৩টি ছয়, ৮৫টি চার মেরেছেন এই মরসুমে।
advertisement
2/6
কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে ৩৯ রান করে আউট হন শুভমান গিল। রবীন্দ্র জাদেজার বলে গুজরাত টাইটান্স ওপেনারকে লহমায় স্ট্যাম্প আউট করে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন এমএস ধোনি।
advertisement
3/6
পুর মরসুমে স্বপ্নের ফর্মে ব্যাট করেন গিল। ফাইনালে বড় রান করতে পারলে বিরাট কোহলির একাধিক রেকর্ড থাবা বসানোর সুযোগ ছিল গিলের সামনে। কিন্তু ধোনির হাতে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল গিলের।
advertisement
4/6
আইপিএলের এক মরসুমে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে কোহলি। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন বিরাট। কোহলিই একমাত্র ব্যাটার আইপিএলের এক মরসুমে ৯০০-র বেশি রান করেছেন। ২০১৬-তে এক মরসুমে সর্বাধিক ৪টি শতরানের রেকর্ডও রয়েছে কোহলির।
advertisement
5/6
ফাইনালে শতরান করলে কোহলির শতরানে রেকর্ড ছোঁয়ার হাতছানি ছিব গিলের। এছাড়া ১২৩ রান করতে পারলে টপকে যাওয়ার সুযোগ ছিল কোহলির ৯৭৩ টপকে যাওয়ার। আর ৫১ রান করতে পারে সুযোগ ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক মরসুমে ৯০০ করার। কিন্তু ফাইনালে ৩৯ রানে ফিরতেই এই সকল রেকর্ড হাতছাড়া হল শুভমান গিলের।
advertisement
6/6
তবে ৮৯০ রান করে আইপিএলের ই্তিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন গিল। ভেঙেছেন ২০২২ সালে করা জস বাটারের ৮৬৩ রানের রেকর্ড। গিল এই মরসুমে যে ছন্দে ব্যাট করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ বিরাট কোহলি। গিলেরআগামি লক্ষ্য আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় রান করা।
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill, Virat Kohli: ধোনির হাতে অটুট থাকল কোহলির সিংহাসন, অরেঞ্জ ক্যাপ জিতলেও 'বিরাট' রেকর্ড ভাঙা হল না গিলের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল