Ravindra Jadeja: ক্যাপ্টেন হয়ে ফেল! কঠিন সময়ে সেই জাদেজাই আসলে 'স্যর', মাঠ ছাড়লেন ধোনির কোলে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja: রবীন্দ্র জীদেজার ব্যাটে স্বপ্নপূরণ হল এমএস ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। ৮ বলে ১৯ রানের করলেও আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস।
advertisement
1/6

রবীন্দ্র জীদেজার ব্যাটে স্বপ্নপূরণ হল এমএস ধোনির ও চেন্নাই সুপার কিংস ফ্যানেদের। ৮ বলে ১৯ রানের করলেও আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাদেজার এই ইনিংস।
advertisement
2/6
ফাইনালের মত ম্যাচে, প্রবল চাপের মুহূর্তে ২ বলে ১০ রান। সেখান থেকে একটি ছয় ও একটি চার মেরে দলকে ট্রফি এনে দিয়ে ধোনির মঞ্চে সেরা ফিনিশার হয়ে উঠেন স্যার রবীন্দ্র জাদেজা।
advertisement
3/6
শেষ বলে যেখানে ধোনি নিজে চোখ বন্ধ করে বসেছিলেন সেখান ব্যাটকে 'তরোয়াল' বানিয়ে বুক চিতিয়ে যুদ্ধ করে দলকে পঞ্চম ট্রফি ও ধেনিকে সেরার শিরোপা এনে দিলেন রবীন্দ্র জাদেজা।
advertisement
4/6
স্বপ্নের আইপিএল ফাইনালে স্বপ্নের ফিনিশ করে মাঠে জাদেজার দিক-বিদিক ভুলে জাদেজার দৌড় ছিল দেখার মত। তখনও ডাগআউটে চোখ বন্ধ ধোনির। পুরো দল ছুটছে জাড্ডুর নাগাল পাওয়ার জন্য।
advertisement
5/6
শেষে ধোনির কাছে গেলেন জাদেজা। প্রিয় সতীর্থকে জড়িয়ে ধরলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। দুই দীর্ধ দিনের সতীর্থের আবেগঘন মুহূর্ত ছিল দেখার মত। শেষে ধোনির কোলে মাঠ ছাড়লেন জাড্ডু।
advertisement
6/6
প্রথমে বল হাতে গুজরাতের সেরা ব্যাটার শুভমান গিলের উইকেট, পরে ব্যাট হাতে ম্যাচ উইনিং-ফিনিশং ইনিংস। সিএসকেরে পঞ্চম ট্রফি জয়ে স্যার জাদেজার ভূমিকা কোনও দিন ভুলবে না সিএসকে।