TRENDING:

একসময় চেয়েছিলেন কৃষক হতে, বর্তমানে তারকা ক্রিকেটার, বলুন তো কে এই ক্ষুদে

Last Updated:
Shubman Gill: ভারতের তারকা ক্রিকেটারদের কার্যত ভগবানের আসনে বসানো হয়। প্রিয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। শৈশব থেকে শুরু করে বড় হওয়া, প্রেম জীবন, পারিবারিক জীবন সব কিছুই জানার চেষ্টা করেন ফ্যানেরা। আজ আমরা আপনাদের জানাব আইপিএলে স্বপ্নের ফর্মে থাকা শুভমান গিলের অজানা কাহিনি সঙ্গে তুলে ধরব তারকা ক্রিকেটারের শৈশবের অদেখা ছবি।
advertisement
1/8
একসময় চেয়েছিলেন কৃষক হতে, বর্তমানে তারকা ক্রিকেটার, বলুন তো কে এই ক্ষুদে
ভারতের তারকা ক্রিকেটারদের কার্যত ভগবানের আসনে বসানো হয়। প্রিয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। শৈশব থেকে শুরু করে বড় হওয়া, প্রেম জীবন, পারিবারিক জীবন সব কিছুই জানার চেষ্টা করেন ফ্যানেরা। আজ আমরা আপনাদের জানাব আইপিএলে স্বপ্নের ফর্মে থাকা শুভমান গিলের অজানা কাহিনি সঙ্গে তুলে ধরব তারকা ক্রিকেটারের শৈশবের অদেখা ছবি।
advertisement
2/8
শুভমান গিল ৮ সেপ্টেম্বর ১৯৯৯ সালে ভারতের পঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাবের মোহালিতে অবস্থিত মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে তার স্কুলিং করেছেন। শুভমান শৈশব থেকেই ক্রিকেট অন্ত প্রাণ ছিলেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের মত কিংবদন্তীদের নিজের আদর্শ মানতেন।
advertisement
3/8
শুভমান গিলের বাবা লখবিন্দর সিং ছিলেন একজন কৃষক। তিনি তার ছেলের ক্রিকেট অনুশীলনের জন্য খামারে একটি মাঠ তৈরি করেছিলেন এবং খেলার জন্য একটি টার্ফ পিচও তৈরি করেছিলেন। লখবিন্দর সেখানে গ্রামের ছেলেদের ছেলের উইকেট নেওয়ার জন্য চ্যালেঞ্জ দিতেন এবং তারা সফল হলে তিনি তাদের ১০০ টাকা করে পুরস্কার দিতেন।
advertisement
4/8
শুভমান গিল তার জীবনের কয়েকটা বছর গ্রামে কাটিয়েছেন। শুভমন গিলের বাবাও পেশাদার ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু তা হতে পারেনি। এক সাক্ষাকৎকারে শুভমান গিলের বাবা বলেছিলেন, তাঁর ছেলে শৈশবে কৃষিকাজে আগ্রহী ছিল এবং সেও কৃষক হতে চেয়েছিল।
advertisement
5/8
তিন বছর বয়স থেকে ক্রিকেট খেলতেন শুভমান গিল। ব্যাট-বল ছাড়া কোনও কিছুই বুঝতেন না গিল। ঘুমোতে যেতেন ব্যাট নিয়ে।গিলের বাবা গ্রামে কৃষিকাজ ছেড়ে মোহালি গিয়েছিলেন তার ছেলে শুভমান গিলকে একজন পেশাদার ক্রিকেটার করতে। গিল তার স্কুল থেকে কয়েক বছর কোচিং নেন, তারপরে তার বাবা তাকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাডেমিতে ভর্তি করেন।
advertisement
6/8
শুভমান গিল পাঞ্জাবের হয়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে অভিষেক করেন। বিজয় মার্চেন্ট ট্রফিতে তিনি অপরাজিত ডবল সেঞ্চুরি করেন। ২০১৪ সালে গিল পাঞ্জাবের আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় একাই ৩৫১ রান করেন এবং নির্মল সিংয়ের সাথে ৫৮৭রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ করেন।
advertisement
7/8
শুভমান গিল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮-এ ভারতের হয়ে খেলেন। এই বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের নায়কদের তালিকায় শুবমান গিলের নামও ছিল। তার পারফরম্যান্স এতটাই দুর্দান্ত ছিল যে বিরাট কোহলি তার সম্পর্কে বলেছিলেন, আমি ১৯ বছর বয়সে তার ১০ শতাংশও ছিলাম না। শুভমান গিল এখন মাত্র ২৩ বছর। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার কীর্তি গড়ে ফেলেছেন।
advertisement
8/8
এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন গিল। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন শুভমান গিল। ৬০.৭৯ গড়ে ৮৫১ রান করেছেন গুজরাত তারকা। ৩টি শতরান ও ৪টি অর্ধশতরান করেছেন শুভমান গিল। সর্বোচ্চ স্কোর ১২৯। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৮টি ৪ ও ৩৩টি ছয় মেরেছেন গিল। ফাইনালেও তাঁর ব্যাটে বড় ইনিংস দেখতে চাইছে গুজরাত ফ্যানেরা। টানা দ্বিতীয় আইপিএল জয়ের পাশাপাশি সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেশের হয়ে বড় রান করাই লক্ষ্য গিলের।
বাংলা খবর/ছবি/খেলা/
একসময় চেয়েছিলেন কৃষক হতে, বর্তমানে তারকা ক্রিকেটার, বলুন তো কে এই ক্ষুদে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল