IPL 2023 Final: রোহিত-হার্দিক-গম্ভীররা তো শিশু! আইপিএল ফাইনালে ধোনির রয়েছে এমন রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Final: ২৮ মে রবিবার আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল।
advertisement
1/8

২৮ মে রবিবার আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
advertisement
2/8
ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল।
advertisement
3/8
তবে আইপিএল ফাইনালে এম এস ধোনির রয়েছে এমন রেকর্ড যেখানে আইপিএল জয়ী অন্যান্য অধিনায়করা কার্যত শিশু এমএসডি-র কাছে।
advertisement
4/8
এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে।
advertisement
5/8
২৮ মে আইপিএল কেরিয়ারের ১১তম ফাইনাল ম্যাচে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই রেকর্ডের কাছাকাছি আর কোনও ক্রিকেটার নেই।
advertisement
6/8
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারউ সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণে।
advertisement
7/8
রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি।
advertisement
8/8
তবে এই নিয়ে ১৬টি আইপিএলের মধ্যে ১১টিতেই খেলার রেকর্ড সত্যি অবিশ্বাস্য। রবিবার আরও একবার ধোনির হাতে ট্রফি দেখার অপেক্ষায় কোটি কোটি মাহি ফ্যানেরা।