IPL 2023 Final, CSK vs GT: মাত্র ১ ওভারেও হতে পারে আইপিএল ফাইনাল! তখন ভাগ্যই ভরসা ধোনি-হার্দিকদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Final, CSK vs GT: বৃষ্টির কারণে রবিবার ম্যাচ শুরু তো দূরের কথা টস পর্যন্ত করা গেল না। বৃষ্টি না থামায় রবিবারের খেলা বাতিল ঘোষণা করা হল। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে।
advertisement
1/6

রবিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে আইপিএল ফাইনাল। সোমবার রিজার্ভ ডে-তে হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের খেতাবি লড়াই।
advertisement
2/6
তবে সোমবারও যে একেবারে বৃষ্টির সম্ভাবনা নেই সেই আশ্বাসবাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। তবে রবিবারের মত ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।
advertisement
3/6
সোমবার আহমেদাবাদের আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির পূর্বাভাস। তারপর বাড়তে পারে বৃষ্টি।
advertisement
4/6
তবে একান্তই যদি বৃষ্টি নামে তাহলে রাত সাড়ে নটার পর থেকে ওভার কাটা শুরু হবে। বৃষ্টি যদি কমে তাহলে ৫ ওভার করে হলেও ফাইনাল ম্যাচ করানোর চেষ্টা হবে।
advertisement
5/6
একান্ত তাও না হলে পরিস্থিতি থাকলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সেক্ষেত্রে এক ওভার করে দুই দলের খেলা হবে। এবার আইপিএলে একটিও সুপার ওভার হয়নি। তা ফাইনালে হতে পারে বৃষ্টির কারণে।
advertisement
6/6
যদি রবিবারের মত মুষলধারে বৃষ্টি হয়, মাঠ খেলার অযোগ্য থাকে তাহলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। কারণ লিগ পর্যায়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। হতাশাই সাঙ্গ হবে সিএসকের।