IPL 2023 Final CSK vs GT: সিংহাসন টলমল কিং কোহলির! আইপিএলে 'বিরাট' রেকর্ড চুরমার করতে তৈরি শুভমান গিল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Final, CSK vs GT: রবিবার আইপিএলে ফাইনালে আরও একবার গুরু-শিষ্যের লড়াই ঘিরে চড়ছে পারদ। টানা দ্বিতীয়বার ট্রফি তুলবেন হার্দিক পান্ডিয়া, না পঞ্চমবার সেরার শিরোপা উঠবে ধোনির হাতে, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। একইসঙ্গে ফাইনালে একাধিক মাইলস্টোনের সামনে শুভমান গিল।
advertisement
1/8

এবারের আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন গুজরাত টাইটান্সের তারকা ব্যাটার শুভমান গিল। ফাইনালে সিএসকের বিরুদ্ধে আরও একবার বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী তরুণ ডান হাতি ব্যাটার।
advertisement
2/8
ফাইনালে শুধু বড় রান করে দলকে চ্যাম্পিয়ন করাই নয়, শুভমান গিলের সামন রয়েছে আইপিএলের মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ। বিরাট কোহলির 'সিংহাসন' কেড়ে নিতে পারেন গিল।
advertisement
3/8
আইপিএল ২০২৩-এ ইতিমধ্যেই ১৬ ম্যাচে ৮৫১ রান করে ফেলেছেন শুভমান গিল। সঙ্গে রয়েছে ৩টি শতরান। ফাইনালে বড় রান করতে পারলেই একাধিক রেকর্ড নিজের নামে করতে পারবে গিল।
advertisement
4/8
আইপিএলের এক মরসুমে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে কোহলি। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন বিরাট। ফাইনালে ১২৩ রান করতে পারলেই কোহলির রেকর্ড ভেঙে দেবেন শুভমান গিল।
advertisement
5/8
এছাড়া আইপিএলে ইতিহাসে আজ পর্যন্ত একমাত্র কোহলিই এক মরসুমে ৯০০-র বেশি রান করেছে। দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে ফাইবালে গিলের দরকার ৪৯ রান।
advertisement
6/8
এক মরসুমে সর্বাধিক শতরানের রেকর্ডও রয়েছে কোহলির। ২০১৬ সালে ৪টি সেঞ্চুরি করেছিলেন বিরাট। এবার ৩টি শতরান হয়ে গিয়েছে গিলের। ফাইনালে ফের ১০০ করলেই কোহলিকে ধরে ফলবেন গিল।
advertisement
7/8
প্রসঙ্গত, গিল শতরান করার পর প্রতিবারই শুভেচ্ছা জানিয়েছেন কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করার পর কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমন গিলের ছবি পোস্ট করে একটিও বাক্য খরচ করেননি। শুধু একটি স্টার ইমোজি দিয়েই কোহলি বুঝিয়ে দিয়েছেন গিল আগামির মহাতারকা।
advertisement
8/8
এর আগেও গিলের শতরানের পর প্রকারন্তরে ভারতীয় ক্রিকেটের আগামির নেতা বলে গিলকে তুলে ধরেছিলেন কোহলি। শুভমান গিলও কোহলিকে নিজের আদর্শ মনে করেন।