TRENDING:

CSK vs RR: ক্যাপ্টেন কুল ধোনির বদলার ম্যাচ, রাজস্থানের ঘরে ঢুকে যোগ্য জবাব দিতে তৈরি সিএসকে

Last Updated:
CSK vs RR: বৃহস্পতিবার আইপিএলের আরও একটি মেগা ফাইট। মুখোমুখি চেন্নাই সুপার িকংস ও রাজস্থান রয়্যালস। বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে এমএস ধোনির দল। অপরদিসে ৭ ম্যাচে ৪ জয় নিয়ে তৃতীয় স্থানে সঞ্জু স্যামসনের দল।
advertisement
1/5
ক্যাপ্টেন কুল ধোনির বদলার ম্যাচ, রাজস্থানের ঘরে ঢুকে যোগ্য জবাব দিতে তৈরি সিএসকে
বৃহস্পতিবার আইপিএলের আরও একটি মেগা ফাইট। মুখোমুখি চেন্নাই সুপার িকংস ও রাজস্থান রয়্যালস। বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে এমএস ধোনির দল। অপরদিসে ৭ ম্যাচে ৪ জয় নিয়ে তৃতীয় স্থানে সঞ্জু স্যামসনের দল।
advertisement
2/5
পরপর ম্যাচ জিতে সিএসকে আত্মবিশ্বাসী। কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচতে আলাদাই গুরুত্ব দিচ্ছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। কারণ প্রথম পর্বের সাক্ষাতে যে দুটি ম্যাচ হেরেছিল তারমধ্যে একটি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
advertisement
3/5
এই ম্যাচ সিএসকে অধিনায়ক এমএস ধোনির কাছেও বদলার ম্যাচ হিসেবেই দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ প্রথম পর্বের ম্যাচে সিএসকের ঘরের মাঠ চিপকে গিয়ে জয় পেয়েছিল রাজস্থান। দীর্ঘ বছর পর এই জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস।
advertisement
4/5
সেই ম্যাচে ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন এমএল ধোনি। কিন্তু তীরে গিয়েও তরী কিনারায় নিয়ে যেতে পারেননি ধোনি। সন্দীপ শর্মার শেষ ওভারে ম্যাচ ফিনিশ করতে পারেননি মাহি। ধোনি ১৭ বলে ৩২ রান করলেও ৩ রানে ম্যাচ হারে চেন্নাই।
advertisement
5/5
সেই কারণেই বৃহস্পতিবারের রাজস্থানের ঘরের মাঠে জয় পেতে বদ্ধপরিকর চেন্নাই সুপার কিংস। এছাড়া এই ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের প্রথম স্থান আরও পাকা হয়ে যাবে আইপিএলের ৪ বারের চ্যাম্পিয়নদের। রাজস্থানের মাঠে ধোনি ধামাকা দেখার অপেক্ষায় ফ্যানেরা।
বাংলা খবর/ছবি/খেলা/
CSK vs RR: ক্যাপ্টেন কুল ধোনির বদলার ম্যাচ, রাজস্থানের ঘরে ঢুকে যোগ্য জবাব দিতে তৈরি সিএসকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল