আইপিএল নিলামে নজরে এই ৫ ক্রিকেটার, যাদের জন্য বইতে পারে টাকার বন্যা
- Published by:Sudip Paul
Last Updated:
আইপিএল ২০২৩ সংস্করণের জন্য নিলাম হতে চলেছে ২৩ ডিসেম্বর কোচি শহরে। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। তার মধ্যে ৪০৫ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়েছে।
advertisement
1/5

বেন স্টোকস- গত আইপিএলে খেলেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। এবার আইপিএলেরমিনি নিলামে তাকে নিয়ে যে সবথেকে বেশি দড়ি টানাটানি হবে তা বলার অপেক্ষা রাখে। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেওয়ার পর স্টোকসের কদর আরও বেড়েছে। তবে যে দলের পকেটে বেশি টাকা রয়েছে ব্রিটিশ অলরাউন্ডারের জন্য দর হাঁকানোর জন্য সেই দলেই স্টোকসের যাওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
2/5
ক্যামেরন গ্রিন- বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বে প্রতিশ্রুতিমান সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতমহল ক্যামেরন গ্রিন। বিদ্ধংসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দক্ষ ক্যামেরন গ্রিন। অজি তারকাকে দলে পাওয়ার জন্য ঝাপাতে পারে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
advertisement
3/5
স্যাম কারান- আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের জাত চিনিয়েছেন ব্রিটিশ পেসার। ব্যাটিং হাতও তার যথেষ্ট ভালো। গতবার চোটের কারণে খেলতে পারেননি তিনি। তাই তাকে সিএসকে রিলিজ করে। এবার তাকে দলে ফেরাতে নিশ্চই জোর দেবে সিএসকে। একইসঙ্গে ঝাপাবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি।
advertisement
4/5
হ্যারি ব্রুক- আইপিএল ২০২৩ মিনি নিলামে নজরে থাকতে পারেন ইংল্যান্ডের তরুণ তারকা হ্যারি ব্রুক। আইপিএলে এই প্রথম বার নিলামে উঠতে চলেছেন ব্রুক। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করে থাকেন তিনি। ফলে তাকে নিয়ে দর হাকাহাকি হতে পারে।
advertisement
5/5
রিলি রুসো: দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটারও এ বারের নিলামে চর্চার বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে না পারলেও রুসোর প্রতিভা এবং ক্ষমতা কারও কোনও সন্দেহ প্রকাশ করার জায়গা নেই। এমন ব্যাটার নিলামে অনেক সময়ই প্রচুর টাকা নিয়ে গিয়েছেন। রুসোও যে তেমন চমক দেবেন না তা বলা কঠিন।