IPL 2022: আজই শেষ আইপিএল ২০২২, কাদের নাম থেকে গেল সেরা ফিনিশার হিসেবে, জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
IPL-2022 Finishers: আইপিএল ২০২২-এর সেরা ফিনিশারদের দেখে নিন।
advertisement
1/6

আজ আইপিএল ফাইনাল। অর্থাত্ এই মরশুমের শেষ আজই। এবারের আইপিএলে সেরা ফিনিশারদের মধ্যে নাম থাকবে দীনেশ কার্তিকের। এছাড়াও রয়েছেন আরও বেশ কিছু ক্রিকেটার, যাঁরা এবারের সেরা ফিনিশার।
advertisement
2/6
পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন এই মরসুমে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের একজন। পাঞ্জাবের হয়ে তিনি ফিনিশারের ভূমিকা পালন করেন। পাঞ্জাব লিগ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে। ইংল্যান্ডের লিভিংস্টোন মোট ৪৩৭ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮২-র বেশি। এছাড়া ৪টি হাফ সেঞ্চুরি করেন তিনি। মেরেছেন মোট ৩৪টি ছক্কা। একইসঙ্গে ৬ উইকেটও ছিল তাঁর নামের পাশে।
advertisement
3/6
এবারের মরসুম মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খারাপ হতে পারে, তবে টিম ডেভিড তাঁর দলের জন্য প্রচুর অবদান রেখেছেন। তাঁকে ৮.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল মুম্বই। কয়েকটি ম্যাচে বেঞ্চেও বসেছেন। এছাড়াও তিনি ২১ বলে ৪৪, ১৮ বলে ৪৬ এবং ১১ বলে ৩৪ রানের মতো ইনিংস খেলেন এবং মুম্বাইয়ের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেন।
advertisement
4/6
এই তালিকায় জায়গা পেয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ারও। শুধু ব্যাট নয়, বল হাতেও অবদান রেখেছেন তিনি। রাজস্থানকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল। তিনি এখনও পর্যন্ত ৫০.৫ গড়ে এবং ১৫৭.৮১ স্ট্রাইক রেটে মোট ৩০৩ রান করেছেন। রাজস্থান তাকে ৮.৫ কোটিতে দলে নিয়েছিল। এছাড়াও তিনি ১৬ বলে ৩১, ১৩ বলে ২৭ এবং ১৭ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
advertisement
5/6
'কামব্যাক কিং' বলা হচ্ছে দীনেশ কার্তিককে। চলতি মরসুমে তিনি মোট ৩৩০ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮১.৩৩। ১৬ ইনিংসের মধ্যে ১০ ইনিংসে অপরাজিত থেকে ফিরেছেন তিনি। আরসিবি যখনই সমস্যায় পড়েছে কার্তিক মুশকিল আসান হয়েছেন। তিনি একটি হাফ সেঞ্চুরি করেছেন। তবে ৩০-৪০ স্কোর দিয়ে তিনি দলকে অনেক পরিস্থিতির মোকাবিলা করতে সহায়তা করেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে ৮ বলে ৩০ রান করেন তিনি। একই সঙ্গে লখনউয়ের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে ২৩ বলে ৩৭ রানের স্মরণীয় ইনিংস খেলেন।
advertisement
6/6
রশিদ খান এবার গুজরাট টাইটান্সের হয়ে কিছু ম্যাচে ফিনিশার-এর ভূমিকায় ছিলেন। তাঁকে ১৫ কোটি টাকায় দলে নেয় গুজরাট টাইটানস। দলের সহ-অধিনায়কও তিনি। এছাড়াও তিনি ২১ বলে ৪০ রান, ১১ বলে ৩১ রান এবং ৬ বলে ১৯ রানের মতো ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৬-এর বেশি।