IPL 2022: আইপিএলের আগেই বিয়ের সানাই! সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের স্পিনার
- Published by:Suman Majumder
Last Updated:
IPL 2022: আইপিএলের আগেই বিয়ে সেরে ফেললেন পঞ্জাব কিংসের স্পিনার।
advertisement
1/6

সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাব কিংসের তারকা বোলার রাহুল চাহার। বুধবার গোয়ায় বাগদত্তা ঈশানিকে বিয়ে করেন তিনি। লেগ স্পিনার রাহুলকে আইপিএল ২০২২- এ পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যাবে। ৫.২৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে পঞ্জাব।
advertisement
2/6
২২ বছর বয়সী রাহুল চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন। তবে বিশেষ কিছু করতে পারেননি তিনি। ২০১৯ সালে ঈশানীর সঙ্গে তাঁর বাগদান হয়। ঈশানী একজন ফ্যাশন ডিজাইনার। আইপিএল চলাকালীন তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছে।
advertisement
3/6
রাহুল চাহার ও ঈশানীর বিয়ে হয়েছে গোয়ায়। রাহুল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের অনেক ছবি পোস্ট করেছেন। টি-টোয়েন্টি লিগের শেষ মরশুমে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। কিন্তু মুম্বই তাঁকে ধরে রাখেনি।
advertisement
4/6
রাহুল চাহারের বিয়েতে, তাঁর ভাই ফাস্ট বোলার দীপক চাহার উপস্থিত ছিলেন। দীপক এখনও ইনজুরিতে রয়েছেন। ১৫ এপ্রিলের পরেই তিনি ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। তাঁর বান্ধবী জয়া ভরদ্বাজও উপস্থিত ছিলেন বিয়েতে।
advertisement
5/6
রাহুল চাহার টিম ইন্ডিয়ার হয়ে ৬টি টি-২০ ও ১টি ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টিতে ৭ উইকেট ও ওয়ানডেতে ৩ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টির মোট ৭০ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা পারফরম্যান্স ১৪ রানে ৫ উইকেট।
advertisement
6/6
রাহুল ও দীপক আইপিএলে আলাদা দলের হয়ে খেলেন। ২৯ বছর বয়সী দীপক ভারতের হয়ে ৭টি ওয়ানডেতে ১০টি উইকেট এবং ২০টি টি-টোয়েন্টিতে ২৬টি উইকেট নিয়েছেন। মোট ১১৮টি টি-টোয়েন্টিতে তিনি ১৩৪টি উইকেট নিয়েছেন।