IPL 2022: কোহলির পর কে হবেন আরসিবির ক্যাপ্টেন? তালিকায় যে সব নাম আছে দেখে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
RCB New Captain in IPL 2022: বিরাট কোহলির পর কে হবেন আরসিবির ক্যাপ্টেন! এবি ডিভিলিয়ার্সও নেই। তা হলে!
advertisement
1/6

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর এবার নতুন অধিনায়ক পাবে এই দল। আরসিবি-র অধিনায়কত্বের দায়িত্ব কোন ক্রিকেটার পাচ্ছেন, সেটাই দেখার বিষয়।
advertisement
2/6
বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি আর অধিনায়কত্ব করবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। পরে তাঁকে ওডিআই ফরম্যাটের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি। এখন আইপিএলেও খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে স্রেফ ব্যাটার হিসেবে। এদিকে সঙ্গে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবি ডিভিলিয়ার্স। না হলে হয়তো আরসিবি-র অধিনায়কের ভূমিকায় দেখা যেত তাঁকে।
advertisement
3/6
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। বিরাট কোহলি, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং পেসার মহম্মদ সিরাজ। ফলে ম্যাক্সওয়েলকেও দলের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। গত মরশুমে তাঁকে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাঁর খেলায়ও পরিবর্তন আসতে শুরু করেছিল। প্রাক্তন RCB অধিনায়ক এবং কোচ ড্যানিয়েল ভেট্টোরিও মনে করেন, শুধুমাত্র একটি মরসুমের জন্য ম্যাক্সওয়েলকে এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করা যেতে পারে।
advertisement
4/6
দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে তাঁর দল ছেড়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে অন্তর্ভুক্ত করতে আগ্রহী হবে। তিনি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, তা হলে তাঁকে দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। আইপিএলে ৮৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে আইয়ারের। এই টি-টোয়েন্টি লিগে ১৬টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।
advertisement
5/6
সানরাইজার্স হায়দরাবাদ রিটেইন করেনি ডেভিড ওয়ার্নারকে। ফলে নিলামে তাঁকে অন্য দল পেতে আগ্রহ দেখাতে পারে। এমন পরিস্থিতিতে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে অন্তর্ভুক্ত করলে অধিনায়কের দায়িত্ব দিতে পারে। তিনি ২০১৬ সালে অধিনায়ক হিসেবে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন।
advertisement
6/6
কয়েকটি মিডিয়া রিপোর্টে মনীশ পান্ডেকেও আরসিবির পরবর্তী ক্যাপ্টেন হিসেবে বলা হচ্ছে। কর্ণাটকের এই ক্রিকেটার আরসিবির হয়ে ৩টি মরশুম খেলেছেন। এছাড়াও তিনি রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুশতাক আলি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে কর্ণাটকের নেতৃত্ব দিয়েছেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলেছেন। ৩৫৬০ রান করেছেন।