IPL 2022 Mega Auction: নিলামের মঞ্চে বড় ধামাকা দিতে তৈরি কেকেআর, টার্গেট এই প্লেয়াররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022 Mega Auction: নিজেদের ৪ ক্রিকেটারকে ধরে রেখেছে৷ এই আইপিএল মেগা অকশনে (IPL 2022 Mega Auction) কেকেআর (KKR) কিনতে পারবে ৪৮ কোটি টাকার প্লেয়ার৷
advertisement
1/6

#কলকাতা: রাত পোহালেই আইপিএলের মেগা অকশন (IPL 2022 Mega Auction) ৷ ফেব্রুযারির ১২ ও ১৩ তারিখ এই নিলামের আসর বসবে বেঙ্গালুরুতে৷ আটটি নয় এবার ১০ টি দল আইপিএলের নিলামের আসর থেকে দল গুছিয়ে নেবে৷ লখনউ সুপার জায়ন্টস এবং গুজরাত লায়ন্স একেবারেই নতুন দুটি দল৷ দু বারের আইপিএল খেতাব জয়ী কেকেআর গত কয়েক মরশুমে সেভাবে নিজেদের ফ্যানদের প্রত্যাশা পূরণ করতে পারেনি৷ কিন্তু এবার তাঁরা নতুন ভাবে দল তৈরি করে ফের ভাল কিছু করে দেখাতে চায়৷ তাঁরা নিজেদের ৪ ক্রিকেটারকে ধরে রেখেছে৷ তাঁরা হলেন আন্দ্রে রাসেল Andre Russell (Rs 12 crore), বরুণ চক্রবর্তী Varun Chakravarthy (Rs 8 crore), বেঙ্কটেশ আইয়ার Venkatesh Iyer (Rs 8 crore) ও সুনীল নারিন Sunil Narine (Rs 6 crore)৷ এই আইপিএল মেগা অকশনে কেকেআর (KKR) কিনতে পারবে ৪৮ কোটি টাকার প্লেয়ার৷
advertisement
2/6
ডেভিড ওয়ার্নার (David Warner) (৫ কোটি টাকা) টপ অর্ডার ডেভিড ওয়ার্নার (David Warner) ব্যাটসম্যান হিসেবে বিস্ফোরক এই অজি ক্রিকেটারকে টার্গেট করতে পারে কেকেআর৷ তাছাড়া কেকেআরের নিজের অধিনায়ক কেউ নেই৷ ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে খেতাব জিতিয়েছিলেন৷ কেকেআর (KKR) নিজের দুই পুরনো অধিনায়ক ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিক দুজনকেই ছেড়ে দিয়েছে কেকেআর (KKR)৷
advertisement
3/6
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (প্রায় ৭ কোটি টাকা) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নামও কেকেআর (KKR) থিঙ্কট্যাঙ্কের ভাবনায় রয়েছেন৷ ব্যাট হাতে তিনি বিস্ফোরক হতে পারেন আবার তাঁর মধ্যেও অধিনায়কত্ব দানের ক্ষমতা রয়েছে৷ তাঁর নেতৃত্বে ২০২০ তে দিল্লি ক্যাপিটাল্সকে নেতৃত্ব দিয়েছেন৷
advertisement
4/6
লকি ফার্গুসন (Lockie Ferguson) (সর্বোচ্চ ৫ কোটি টাকা) লকি ফার্গুসন (Lockie Ferguson) গত দুই মরশুমে তাঁকে খুব বেশি দেখা যায়নি৷ প্যাট কামিন্সের চোটের কারণে এই ঘটনা৷ ফার্গুসন যখন বল করতেন পারফরম্যান্সও দিয়েছেন তাই তাঁকে ফের কিনতে পারে কেকেআর (KKR)৷
advertisement
5/6
দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) (৪ কোটি টাকা সর্বোচ্চ) কেকেআর শুভমান গিলকে ছেড়ে দিয়েছে কেকেআর (KKR)৷ দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) আরসিবি থেকে বেরোনও আশ্চর্যের ছিল৷ গিল গুজরাত লায়ন্সে চলে গেছেন৷ সেক্ষেত্রে তাঁর জায়গায় কেকেআরে আসতেই পারেন পাডিক্কাল৷ যিনি টপ অর্ডারে খেলতে পারেন৷
advertisement
6/6
শাইক রশিদ (Shaik Rasheed) (৭৫ লক্ষ টাকা সর্বোচ্চ) ভারতের বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব ১৯ দলের সহ অধিনায়ক ছিলেন শাইক রশিদ (Shaik Rasheed) ৷ গত কয়েক বছরে কেকেআর মিডল অর্ডারে ধারাবাহিকতা খুঁজছে৷ এই অসুবিধার বড় জবাব শাইক রশিদ (Shaik Rasheed)৷ অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলে তাঁকে দায়িত্ব নিতে দেখা গিয়েছে৷