TRENDING:

IPL Auction: মেগা নিলাম কবে? রিটেন করা হবে কাদের, কবে অবধি নেওয়া যাবে সিদ্ধান্ত

Last Updated:
IPL Auction: এই তারিখ এখনও অবধি সামনে আসেনি৷ ফ্রাঞ্চাইজি-র সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বড় নিলামের জন্য অপেক্ষা করছে৷ আইপিএল ২০২২ এ মোট ১০ টি দলের মধ্যে খেতাবের লড়াই ময়দানে নামবে৷
advertisement
1/5
আইপিএল ২০২২: মেগা নিলাম কবে? রিটেন করা হবে কাদের, কবে অবধি নেওয়া যাবে সিদ্ধান্ত
#কলকাতা: আইপিএল ২০২২-র (IPL 2022) নতুন দুটি ফ্রাঞ্চাইজি কারা, তা ইতিমধ্যেই জানা হয়ে গেছে৷ আইপিএল ২০২২ -র মেগা অকশন (IPL Auction) কবে হবে? এই তারিখ এখনও অবধি সামনে আসেনি৷ ফ্রাঞ্চাইজি-র সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বড় নিলামের জন্য অপেক্ষা করছে৷ আইপিএল ২০২২ এ মোট ১০ টি দলের মধ্যে খেতাবের লড়াই ময়দানে নামবে৷ ২ টি নতুন দল আহমেদাবাদে (Ahmedabad) এবং লখনউ (Lucknow) আছে৷ একটি দলে অধিকতম ২৫ টি খেলোয়াড় রাখা যাবে৷ Photo- File
advertisement
2/5
এতে ৮ টি বিদেশি ক্রিকেটার মোট দুটি দলে ৫০ জন ক্রিকেটার থাকবেন৷ আইপিএল ২০২২ -র জন্য হবে মেগা অকশন৷ এতে নতুনভাবে ক্রিকেটারদের নিলাম (IPL Auction) হবে৷ Photo- File
advertisement
3/5
জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এই মেগা নিলাম (IPL Auction) ইনসাইড স্পোর্টসে প্রকাশিত খবর অনুযায়ি মেগা অকশন (IPL Auction) আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে৷ আটটি পুরনো দল ডিসেম্বর অবধি রিটেন করে রাখা ক্রিকেটারদের লিস্ট দেবে৷ আইপিএল গর্ভনিং কাউন্সিল সদস্যের কথা অনুযায়ি আগামী ৭-৮ দিনের মধ্যেই এই ডেডলাইন চূড়ান্ত হয়ে যাবে৷ সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
advertisement
4/5
সরকারিভাবে না হলেও প্লেয়ার ধরে রাখা ও নিলামের নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিলের৷ পুরনো দলগুলি ৪ টি ক্রিকেটার রিটেন করতে পারবে৷ আর নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য প্রাইমারি পিকে-র তিনটি অপশন থাকবে৷ Photo- File
advertisement
5/5
আগামী ২ দিনে নিলামের তারিখ, ডেডলাইন, নিলামের মোট টাকার বিষয়, জায়গা নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা হয়ে গেছে৷ আইপিএলে আগেও ১০ টি দল খেলেছে৷ ২০১১ তে ১০ টি দল নেমেছিল৷ সেবার ৭৪ টি ম্যাচ খেলা হয়েছিল৷ এছাড়া ২০১২ সালেএবং ২০১৩ তে ৯ টি করে দল উঠেছিল৷ দুটি মরশুমে ৭৬ টি করে ম্যাচ খেলা হয়েছিল৷ Photo- File
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Auction: মেগা নিলাম কবে? রিটেন করা হবে কাদের, কবে অবধি নেওয়া যাবে সিদ্ধান্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল