TRENDING:

Harshal Patel: জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল

Last Updated:
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হর্ষল প্যাটেলের বোনের মৃত্যুর খবর পান৷ এই খবর পাওয়ামাত্রই তিনি বাড়ি ফিরে যান৷
advertisement
1/4
জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল
#নয়াদিল্লি: হর্ষল প্যাটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সঙ্গে ফের যোগ দিয়েছেন৷ পেসার হর্ষল প্যাটেলের বোনের মৃত্যুর সংবাদ পাওয়ার পরেই বাড়ি ফিরে গিয়েছিলেন৷ মাঠে ফেরার পর হর্ষল প্যাটেল সোশ্যাল মিডিয়ায় প্রয়াত বোনের জন্য আবেগ মাখা পোস্ট করেছেন৷ (pc: Harshal Patel instagram)
advertisement
2/4
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হর্ষল প্যাটেলের বোনের মৃত্যুর খবর পান৷ এই খবর পাওয়ামাত্রই তিনি বাড়ি ফিরে যান৷ (pc: Harshal Patel instagram)
advertisement
3/4
হর্ষল প্যাটেলের বোনের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘‘আপনি আমার জীবনের সবচেয়ে দয়ালু আর খোশমেজাজের মানুষ ছিলেন৷ নিজের শেষ নিঃশ্বাস অবধি আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন৷ আপনি যখন হাসপাতালে ছিলেন তখনও আপনি সেখান থেকে আমায় খেলায় মন দেওয়ার জন্য বলেছিলেন৷ আর আপনার বিষয়ে চিন্তা করতে মানা করেছিলেন৷’’ (pc: Harshal Patel instagram)
advertisement
4/4
হর্ষল আরও বলেন যে ওই কথাগুলিই একমাত্র কারণ যে তিনি ফের ফিরতে পেরেছেন আর মাঠেও নামতে পেরেছেন৷ আরসিবি এই পেসার আরও লিখেছেন তিনি সবকিছু কাজই জারি রাখব যা নিয়ে আপনি আমাকে নিয়ে গর্বিত হতেন৷ আমি জীবনের প্রতি মুহূর্তে , ভাল -খারাপ সময়ে আপনাকে মনে রাখব৷ (pc: Harshal Patel instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
Harshal Patel: জীবনযুদ্ধ শেষ দিদির, তাঁর কথা রেখেই ফের মাঠে ফিরে যা বললেন হর্ষল প্যাটেল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল