Ipl 2022 Final: ফেসবুকে প্রেম, বিয়ের পর ভাগ্যবদল! আজও কি 'লেডি লাক' বড় সাফল্য এনে দেবে সঞ্জুকে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2022 Final: সুন্দরী স্ত্রী তাঁর লেডি লাক। আজ বিরাট সাফল্যের খোঁজে নামবেন সঞ্জু।
advertisement
1/5

ফেসবুক থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমকাহিনী। যা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের লাভ স্টোরি কিন্তু দারুন।
advertisement
2/5
চারুলতা ছিলেন তাঁর কলেজ গার্লফ্রেন্ড। ২৭ বছরের সঞ্জু স্যামসন এবার আইপিএল ২০২২-এ দুর্দান্ত খেলেছেন।
advertisement
3/5
সঞ্জু স্যামসনের দল রাজস্থান আজ গুজরাটের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলবে। রাজস্থান যখন প্রথমবার আইপিএল খেতাব জেতে, সঞ্জু তখন ১৩ বছর বয়সী ছিলেন।
advertisement
4/5
পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে সঞ্জু ও চারুলতার বিয়ে হয়। আর লেডি লাক তাঁকে সাফল্য়ের চূড়ায় তুলে দিয়েছিল।
advertisement
5/5
আজ মহাম্যাচ খেলতে নামবেন সঞ্জু। আজও কি লেডি লাক তাঁকে সঙ্গ দেবে! অনেকেই কমবয়সী অধিনায়ক বলে সঞ্জুকে পাত্তা দেননি। তবে এবার তাঁর ক্যাপ্টেন্সিতে রাজস্থান দুর্দান্ত খেলেছে।