Mohammad Shami In Gujarat Titans: চেষ্টা করেও মহম্মদ শামিকে পেল না কেকেআর, ভারতীয় পেসার এবার নতুন দলে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami In Gujarat Titans: কেকেআর, আরসিবি, গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস ঝাঁপিয়েছিল মহম্মদ শামিকে দলে পেতে।
advertisement
1/5

আইপিএলে মহম্মদ শামির পারফরম্যান্স অসাধারণ কিছু নয়। দেশের জার্সিতে বরং তিনি অনেক বেশি কার্যকরী। তবুও নামটা যেহেতু মহম্মদ শামি তাই তাঁকে যে কোনও ফ্র্যাঞ্চাইজি পেতে চাইবে। কারণ শামি গেমচেঞ্জার।
advertisement
2/5
মহম্মদ শামির জন্য আইপিএল ২০২২-এর নিলামে একাধিক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে, এমনটা আন্দাজ করা হয়েছিল। বাস্তবে হলও তাই। নিলাম শুরু হতেই একের পর এক ফ্র্যাঞ্জাইজি মহম্মদ শামিকে পেতে ঝাঁপিয়ে পড়ল।
advertisement
3/5
২ কোটি টাকা বেস প্রাইজ ছিল শামির। শুরুতেই তাঁকে দলে পেতে ঝাঁপায় আরসিবি। এর পর লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটানস, লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও শামিকে দলে নিতে পারল না কেকেআর।
advertisement
4/5
নিলামে শেষ পর্যন্ত শামির দাম উঠল ৬.২৫ কোটি টাকা। আইপিএল ২০২২-এ শামিকে দেখা যাবে গুজরাট টাইটানসের জার্সি গায়ে।
advertisement
5/5
গুজরাট টাইটানস এবার নতুন দল। আর এবার একেবারে নতুন দলের হয়ে খেলবেন ভারতীয় পেসার। শামিকে দলে পেয়ে উচ্ছ্বসিত গুজরাটের কর্তারা।