TRENDING:

‘এই’ দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন আন্দ্রে রাসেল, আইপিএলে নতুন ইতিহাস

Last Updated:
ব্যাটিং গড়, স্ট্রাইকরেট গড়ে (BASRA) জুড়ে যাওয়ার পর আন্দ্রে রাসেল আইপিএল ইতিহাস সবচেয়ে খতরনাক ক্রিকেটার৷
advertisement
1/6
‘এই’ দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন আন্দ্রে রাসেল, আইপিএলে নতুন ইতিহাস
ক্যারিবিয়ান তুফান আন্দ্রে রাসেল নিজের ৩৪ তম জন্মদিন পালন করেছেন৷ রাসেল সাদা বলের খতরনাক প্লেয়ার এরকমই মনে করা হয়৷ পৃথিবী জুড়ে লিগ ক্রিকেটে তাঁর জ্বলওয়া দেখা যায়৷ নিজের অলরাউন্ড পারফরম্যান্সের দমে যে কোনও দলকে বার করে নিতে পারেন৷ (Photo- ar12russell)
advertisement
2/6
ব্যাটিং গড়, স্ট্রাইকরেট গড়ে (BASRA) জুড়ে যাওয়ার পর আন্দ্রে রাসেল আইপিএল ইতিহাস সবচেয়ে খতরনাক ক্রিকেটার৷ রাসে ৭৮ ইনিংসে ৩০-র বেশি গড়ে এবং স্ট্রাইকরেট ১৮০ -র কাছে৷ এই দুটোকে জুড়লে ক্রিকেটারের BASRA হয়৷ তাঁর এটা এখন ২১০ র কাছে পৌঁছে গেছে৷ আইপিএলের ইতিহাসে যা সবচেয়ে চমকদার (ar12russell)
advertisement
3/6
BASRA তে দ্বিতীয়স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স ৷ তার ১৯১ রান রয়েছে৷ ক্রিস গেইল ও বিরাট কোহলি এই তালিকায় অনেক পিছনে রয়েছেন৷ (ar12russell)
advertisement
4/6
আন্দ্রে রাসেল ৯৩ ম্যাচে ১০ টি অর্ধশতরান করে ১৯২৭ রান করেছে৷ তাঁর নামে ৮২ উইকেট রয়েছে৷ (ar12russell)
advertisement
5/6
আন্দ্র রাসেল ৪০৭ টি টোয়েন্টি ম্যাচে প্রায় ২৭ গড়ে ৬৮০১ রান করেছে৷ তার নামে ২৬ অর্ধশতরান৷ তাঁর স্ট্রাইকরেট ১৭০৷
advertisement
6/6
রাসেল বড় সুযোগে উইকেট তুলে নিতে তাঁর জুড়ি মেলা ভার৷ তাঁর নামে ৩৬৪ উইকেট রয়েছে৷ টি টোয়েন্টিতে তিনি ৯ বার ৪ উইকেট নিয়েছেন৷ তাঁর সেরা পারফরম্যান্স ১৫ রানে ৫ উইকেট৷
বাংলা খবর/ছবি/খেলা/
‘এই’ দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন আন্দ্রে রাসেল, আইপিএলে নতুন ইতিহাস
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল