Orange Cap IPL 2020 : অরেঞ্জ ক্যাপের দৌড়ে একই দলের দুই ক্রিকেটারের জোর লড়াই, দেখে নিন পুরো লিস্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠেছেন ক্রিকেটাররা৷
advertisement
1/6

আইপিএল (IPL 2020) এ এখনও ৯ টি ম্যাচ হয়ে গেছে৷ প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটছে৷ এখনও অবধি ২ টি শতক ও অর্ধশতক হয়েছে ১৪ টি অর্ধশতরান হয়েছে৷ এরমধ্যে অরেঞ্জ ক্যাপের মোকাবিলাও জোরদার লড়াই চলছে৷ এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও অন্য কিংস ওপেনার ময়ঙ্ক আগরওয়াল সবচেয়ে এগিয়ে আছেন৷ রাহুল এখনও অবধি ২২২ রান করেছেন৷ অন্যদিকে তাঁর থেকে ঠিক এক রান পিছিয়ে ২২১ রানে রয়েছে৷ একনজরে দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে কোন জায়গায় রয়েছে৷ (Photo- KXIP)
advertisement
2/6
আইপিএল ২০২০-র অরেঞ্জ ক্যাপে এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের অধিকার৷ রাহুল ৩ ম্যাচের ৩ ইনিংসে মোট ২২২ রান করেছেন৷ তারমধ্যে একটি দুরন্ত শতরানও রয়েছে৷ রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৩২ রানের দারুন ইনিংস খেলেন৷ (Photo- KXIP)
advertisement
3/6
এই তালিকার ২ নম্বরে রয়েছে কিংসের অন্য ওপেনার ময়ঙ্ক আগরওয়াল৷ এই তরুণ ক্রিকেটার এই মরুশুমে একেবারে ধুম মাচিয়ে দিয়েছেন৷ আগরওয়াল ২২১ রান করেছেন৷ রাজস্থানের বিরুদ্ধে ১০৬ রানের একটি তুফান ইনিংস খেলেছেন৷ (Photo- KXIP)
advertisement
4/6
এই তালিকার তিন নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফ্যাফ ডু প্লেসি৷ ধোনির দলের অভিজ্ঞ এই ক্রিকেটার এখনও অবধি ১৭৩ রান করেছেন৷ এখনও অবধি তিনি ২ টি অর্ধশতরান করেছেন৷ (Photo- CSK)
advertisement
5/6
অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার সঞ্জু স্যামসন৷ এখনও অবধি ২ ম্যাচে তিনি ১১৯ রান করেছেন৷ তাঁর এই রানের ইনিংসে অবদান ২১৪ স্ট্রাইক রেট রয়েছে৷ এখনও অবধি টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন তিনি৷ তাঁর ছক্কা ১৬ টি৷ (Photo- RR)
advertisement
6/6
পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ৷ স্মিথ এখনও অবধি ২ টি ইনিংসে মোট ১১৯ রান করেছেন৷ স্মিথ ২ টি অর্ধশতরান করেছেন৷ (Photo- RR)