TRENDING:

Orange Cap IPL 2020 : অরেঞ্জ ক্যাপের দৌড়ে একই দলের দুই ক্রিকেটারের জোর লড়াই, দেখে নিন পুরো লিস্ট

Last Updated:
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠেছেন ক্রিকেটাররা৷
advertisement
1/6
Orange Cap IPL 2020 : অরেঞ্জ ক্যাপের দৌড়ে একই দলের দুই ক্রিকেটারের জোর লড়াই
আইপিএল (IPL 2020) এ এখনও ৯ টি ম্যাচ হয়ে গেছে৷ প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটছে৷ এখনও অবধি ২ টি শতক ও অর্ধশতক হয়েছে ১৪ টি অর্ধশতরান হয়েছে৷ এরমধ্যে অরেঞ্জ ক্যাপের মোকাবিলাও জোরদার লড়াই চলছে৷ এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও অন্য কিংস ওপেনার ময়ঙ্ক আগরওয়াল সবচেয়ে এগিয়ে আছেন৷ রাহুল এখনও অবধি ২২২ রান করেছেন৷ অন্যদিকে তাঁর থেকে ঠিক এক রান পিছিয়ে ২২১ রানে রয়েছে৷ একনজরে দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে কোন জায়গায় রয়েছে৷ (Photo- KXIP)
advertisement
2/6
আইপিএল ২০২০-র অরেঞ্জ ক্যাপে এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের অধিকার৷ রাহুল ৩ ম্যাচের ৩ ইনিংসে মোট ২২২ রান করেছেন৷ তারমধ্যে একটি দুরন্ত শতরানও রয়েছে৷ রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৩২ রানের দারুন ইনিংস খেলেন৷ (Photo- KXIP)
advertisement
3/6
এই তালিকার ২ নম্বরে রয়েছে কিংসের অন্য ওপেনার ময়ঙ্ক আগরওয়াল৷ এই তরুণ ক্রিকেটার এই মরুশুমে একেবারে ধুম মাচিয়ে দিয়েছেন৷ আগরওয়াল ২২১ রান করেছেন৷ রাজস্থানের বিরুদ্ধে ১০৬ রানের একটি তুফান ইনিংস খেলেছেন৷ (Photo- KXIP)
advertisement
4/6
এই তালিকার তিন নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফ্যাফ ডু প্লেসি৷ ধোনির দলের অভিজ্ঞ এই ক্রিকেটার এখনও অবধি ১৭৩ রান করেছেন৷ এখনও অবধি তিনি ২ টি অর্ধশতরান করেছেন৷ (Photo- CSK)
advertisement
5/6
অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার সঞ্জু স্যামসন৷ এখনও অবধি ২ ম্যাচে তিনি ১১৯ রান করেছেন৷ তাঁর এই রানের ইনিংসে অবদান ২১৪ স্ট্রাইক রেট রয়েছে৷ এখনও অবধি টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন তিনি৷ তাঁর ছক্কা ১৬ টি৷ (Photo- RR)
advertisement
6/6
পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ৷ স্মিথ এখনও অবধি ২ টি ইনিংসে মোট ১১৯ রান করেছেন৷ স্মিথ ২ টি অর্ধশতরান করেছেন৷ (Photo- RR)
বাংলা খবর/ছবি/খেলা/
Orange Cap IPL 2020 : অরেঞ্জ ক্যাপের দৌড়ে একই দলের দুই ক্রিকেটারের জোর লড়াই, দেখে নিন পুরো লিস্ট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল